ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

টসের সময় হাস্যোজ্জ্বল তামিম

টসের সময় হাস্যোজ্জ্বল তামিম

জাতীয় দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল ডিপিএলে ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাক ধরা পড়ায় তাকে রিং পরানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তামিম এখন ভালো আছেন। জ্ঞান ফিরেছে ও পরিবারের সঙ্গে কথা বলেছেন। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ২০:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ | ২১:৩৫

ডিপিএলে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরের সঙ্গে ম্যাচ ছিল মোহামেডানের। তামিম মোহামেডানের অধিনায়ক। তিনি নির্ধারিত সময়ে টস করতে নামেন। সে সময় হাস্যোজ্জ্বল ছিলেন তামিম। ছবি: বিসিবি

 টসের সময় ম্যাচ রেফারির দেবাশিষের থেকে কয়েন নেন তামিম। টস করেন। টসে হেরে যান তিনি। তার দল মোহামেডান শুরুতে বোলিং পায়। তবে ম্যাচটা জিতেছে মোহামেডান। ছবি: বিসিবি

 টসের সময় ম্যাচ রেফারি দেবাশিষের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তামিমের। গায়ে হাত দিয়ে হেসে কিছু একটা বলছিলেন তিনি। ছবি: বিসিবি

টসের খানিক পরেই তামিম অসুস্থ হয়ে যান বলে জানা যায়। খারাপ লাগায় বিসিবির চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর হাসপাতালে নেওয়া হয়। ছবি: বিসিবি

সেখান থেকে ঢাকায় চিকিৎসার জন্য আসতে চান তামিম। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেও  আসতে না পারায় পুনরায় তাকে কেপিজে হাসপাতালে নিয়ে রিং পরানোসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ছবি: বিসিবি

আরও পড়ুন

×