ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্যাঙ্গালুরু টেস্টে প্রথম দিনেই ১৬ উইকেটের পতন

ব্যাঙ্গালুরু টেস্টে প্রথম দিনেই ১৬ উইকেটের পতন

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একাই চলতে থাকেন শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ১০:৪৩ | আপডেট: ১২ মার্চ ২০২২ | ১০:৪৩

পিংক বলের টেস্ট মানেই ব্যাটসম্যানদের আতঙ্ক, বোলারদের রাজত্ব। ব্যাঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা টেস্টেও যেন দেখা গেল সেই দৃশ্য। প্রথমদিন রাজ করেছেন বোলাররা। যেখানে ১৬ উইকেটের পতন হয়েছে। এরপরেও পিংক বলের বিপক্ষে পুরো দিনে একাই লড়াই করেছেন ভারতের শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারত ২৫২ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ৮৬ রান তুলতেই হারিয়ে বসেছে ৬ উইকেট। এভাবে চলতে থাকলে হয়তো তৃতীয়দিনের আগেই শেষ হয়ে যাবে এই টেস্ট।

টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মায়াঙ্ক আগারওয়ালকে হারায় ভারত। ১০ম ওভারে লাসিথ এম্বুলদেনিয়ার শিকার হন রোহিত শর্মা। এরপর তৃতীয় উইকেট জুটিতে দাঁড়িয়ে গিয়েছিল কোহলি-হনুমা জুটি। দলীয় ৭৬ রানে ৩১ করা বিহারির বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।

কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি। ধনঞ্জয়া ডি সিলভার বলে সাজঘরে ফিরেছেন ২৩ রান করে। এরপর রিশভ পন্থ মেরেকেটে ২৬ বলে করেন ৩৯ রান। জাদেজা-অশ্বিন সেট হওয়ার আগেই আউট হয়েছেন। এরপর টেল এন্ডারদের নিয়ে বাকি পথে একা চলতে থাকেন শ্রেয়াস। ছয়ে নেমে আট রানের জন্য শতক উদযাপন করা হয়নি। দলীয় ২৫২ রানে বিদায় নেন শ্রেয়াস আইয়ার। তাতে থমকে যায় ভারতের রানের চাকাও। তার একলা লড়াইয়ে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ভারত করে ২৫২ রান। ৯৮ বলে ৪ ছক্কা, ১০ চারে ওয়ানডে গতিতে ৯২ করে যান শ্রেয়াস। যেখানে বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

লঙ্কানদের হয়ে বল হাতে সফলতা পেয়েছেন সুরাঙ্গা লাকমল, ফার্নান্দো, এম্বুলদেনিয়া, প্রভীন ও সিলভা। তার মধ্যে প্রভীন ও এম্বুলদেনিয়া তিনটি করে উইকেট শিকার করেন। 

জবাব দিতে নামা শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। ২৮ রান তুলতেই চার ব্যাটারকে হারায় তারা। দুই ওপেনার কুশাল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে তো উইকেটে দাঁড়াতেই পারেননি। শেষ পর্যন্ত ৮৬ রান তুলতেই শ্রীলঙ্কা হারায় ৬ উইকেট। সর্বোচ্চ ৪৩ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। দ্বিতীয় সর্বোচ্চ ডিকওয়েলার। অপরাজিত ১৩ রান তার। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতেই পারেননি।

জসপ্রীত বুমরাহ নিয়েছেন ৩ উইকেট, ২ উইকেট নিয়েছেন মহম্মদ শামি, ১ উইকেট নেন অক্ষর।

আরও পড়ুন

×