ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পিএসজিকে তিন গোলে বিধ্বস্ত করলো মোনাকো

পিএসজিকে তিন গোলে বিধ্বস্ত করলো মোনাকো

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ০৮:১১ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ০৮:১১

চ্যাম্পিয়নস লিগের ঠিক আগের ম্যাচে কিলিয়ান এমবাপ্পেহীন পিএসজিকে ১-০ গোলে হারিয়েছিল নাইচ। এরপর ইউরোপ সেরার লড়াই রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ৩-১ গোলে হেরে এসেছে প্যারিসের দলটি।

পরের ম্যাচে বোর্দোর বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও রোববার লিগ ম্যাচে লিওনেল মেসিহীন পিএসজি ৩-০ গোলে মোনাকোর বিপক্ষে বিধ্বস্ত হয়েছে।

দলে ছিলেন পিএসজির ইনফর্ম তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ছিলেন ফর্মে ফিরতে লড়াই করা নেইমার জুনিয়র। কিন্তু মোনাকোর মাঠ স্টেডিয়াম লুইসে সুবিধাই করতে পারেনি ওই জুটি। বরং প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে হজম করেছে দুই গোল।

নেইমারকে ফাউল করায় মোনাকো ফুটবলারকে হলুদ কার্ড। ছবি: এএফপি

লিগ টেবিলে সাতে থাকা মোনাকে পিএসজির বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন ৩১ বছর বয়সী ফ্রান্স স্ট্রাইকার বেন ইয়াদের।

লিগ শিরোপা ছোঁয়া দূরত্বে থাকা প্যারিসিয়ানদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে গোল করেন ভোল্যান্ড। মোনাকোকে এগিয়ে নেন ২-০ গোলে।

এরপর ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে বড় জয় এনে দেন ইয়াদের। ম্যাচে বল দখলে পিএসজি অনেক এগিয়ে ছিল। কিন্তু ৩৮ ভাগ বল পায়ে রেখেও দুর্দান্ত সব কাউন্টার অ্যাটাকে মাউরিসিও পচেত্তিনোর দলকে ত্রস্ত রাখে মোনাকো।

গোল মুখে মোনাকো শট নিয়েছে আটটি। গোলের বাইরে মেরেছে তিন শট। অন্য দিকে পিএসজি গোল ও গোলের বাইরে ছয়টি করে শট নিতেও উদযাপনের উপলক্ষ্য পায়নি।

আরও পড়ুন

×