পয়েন্ট নিয়ে ফিরতে চান জেমি

ছবি: বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০১:১৭
শুক্রবার কলকাতায় পৌঁছালেও অনুশীলন করেননি ফুটবলাররা। হোটেলে হালকা স্ট্রেচিং করেছিলেন জামাল ভূঁইয়ারা। গতকাল সকালে সল্টলেকের যুব ভারতী ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে বাংলাদেশ দল। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ 'ই'-তে ১৫ অক্টোবর সল্টলেকে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩৪ বছর পর কলকাতার এই মাঠে দুই প্রতিবেশী দেশের লড়াই নিয়ে উন্মাদনা শুরু হয়েছে আগেই। জামাল ভূঁইয়ারাও আছেন ফুরফুরে মেজাজে। গৌহাটিতে অবস্থান করা সুনিল ছেত্রিরা আজ কলকাতায় আসবেন।
বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হারলেও বিপলু আহমেদ-মোহাম্মদ ইব্রাহিমরা হৃদয় জয় করেছেন ফুটবলপ্রেমীদের। ভারতের বিপক্ষে ম্যাচের আত্মবিশ্বাসও পেয়ে গেছেন ফুটবলাররা। কোচ জেমি ডে তো ভারতকে হুঙ্কারই দিয়ে রাখলেন যে, বাংলাদেশ সহজে ছাড় দেবে না। দু'দলের লড়াইয়ে জয়ের পাল্লা ভারতের দিকেই বেশি। ২৮ বারের লড়াইয়ে ভারত ১৫টিতে এবং বাংলাদেশ জিতেছিল মাত্র ২টিতে।
বাকি ১১ ম্যাচ হয়েছে অমীমাংসিত। সেই দুটি ড্র আবার শেষ দুই ম্যাচে। এসব পরিসংখ্যান নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ জেমি, 'র্যাংকিংয়ে কাতার আমাদের চেয়ে ১২৫ ধাপ এগিয়ে। আপনারা দেখেছেন কাতারের বিপক্ষে আমরা কেমন খেলেছি। তাই আমি মনে করি, ভারতের কাছে অতীতে কী হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। আমরা স্বাভাবিক খেলাটা খেলতে চাই।'
বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে এখনও পয়েন্টশূন্য বাংলাদেশ। গত ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল। ঢাকায় সর্বশেষ কাতারের বিপক্ষেও পয়েন্ট পাওয়ার মতো পারফরম্যান্স করেছিলেন জামালরা। এবারও হতাশ হতে হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চান জেমি, 'আফগানিস্তান ও কাতারের সঙ্গে পারিনি। ভারতের মাটি থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চাই। ভারতের শক্তি সম্পর্কে সবাই জানে। গত চার-পাঁচ বছরে ভারতের ফুটবল অনেক এগিয়েছে। তবে তাদের থামানোর সামর্থ্য আছে আমাদের।'
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য শনিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। গত মাসে দোহায় কাতারকে রুখে দিতে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সন্দেশ জিংগান চোটের কারণে ছিটকে গেছেন। গত বুধবার নথইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ হাঁটুর ইনজুরিতে পড়েন। শুধু বাংলাদেশ ম্যাচে নয়, ছয় মাসের জন্য ছিটকে গেছেন তিনি। তার জায়গায় আনোয়ার জুনিয়রের খেলার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ভারতের কোচ ইগর স্টিমাস, 'সন্দেশ আমাদের আয়রনম্যান। কলকাতা ম্যাচে সে খেলতে পারবে না। আমি নিশ্চিত করে বলতে পারি দুর্দান্তভাবে সে ফিরে আসবে।'
- বিষয় :
- খেলা
- ফুটবল
- বাংলাদেশ-ভারত
- জেমি ডে