মেসিকে ফেরাবে না, জানিয়ে দিল বার্সা

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ০৭:১১ | আপডেট: ৩০ মার্চ ২০২২ | ০৭:১১
চোখের জলে বিদায় নিয়েছিলেন যেদিন সেদিন মুখ ফুটেই মনের কথাটি বলেছিলেন- 'আমি একদিন এখানে ফিরে আসবই। জানি না কোন ভূমিকায়, তবে ন্যু ক্যাম্পে ফিরে আসবই।'
প্রিয় ক্লাবের প্রতি গভীর বিশ্বাস থেকেই কথাগুলো বলেছিলেন মেসি। কিন্তু মাঝে যে অনেক কিছুই বদলে গেছে। প্যারিসের মানুষ এখনও আপন করে নিতে পারেনি মেসিকে। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর দুয়ো শুনতে হয়েছে তার। ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা খুব কমই হয়েছে লিঁও’র।
ওই দুয়ো নতুন প্রশ্ন তুলে দিয়েছে। মেসি কি তবে পিএসজি ছাড়ছেন? নাকি পিএসজিই মেসিকে ছাড়পত্র দিয়ে দেবে? ভক্তদের মধ্যে কৌতূহল জেগেছে, মেসিকে কি ফিরিয়ে আনবে বার্সা। জাভি বার্সার কোচ হওয়ায় হিসেবে মেলানোও শুরু হয়েছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সার সভাপতি লাপোর্তা। তার পরিস্কার উত্তর- 'এই মুহূর্তে মেসিকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই।'
এই মেসির জোর সমর্থনে বার্সার প্রেসিডেন্ট পদে বসেছেন লাপোর্তা। তিনিই বললেন, ‘মেসি বার্সায় ফিরতে চায়- এমন কোনো বার্তা আমি পাইনি। তার সঙ্গে সেভাবে আমার যোগাযোগও নেই। সত্যি বলতে, আমরা নতুন আর ক’জন অভিজ্ঞকে নিয়ে নতুন দল গড়ার চিন্তা করছি, সেখানে মেসিকে নিয়ে এই মুহূর্তে কোনো ভাবনা নেই আমাদের।'