প্রোটিয়ারা ২০৪ রানে অলআউট, বাংলাদেশের লক্ষ্য ২৭৪

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২ | ০৮:৪৬ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ | ০৮:৫৪
ডারবান টেস্টে বল হাতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের অলআউট করে দিয়েছে ২০৪ রানে। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৬৯ রানের লিডটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বাংলাদেশ ডারবান টেস্টে জয়ের জন্য পেয়েছে ২৭৪ রানের বড় লক্ষ্য।
তৃতীয় দিন ব্যাট করতে নেমে কোন ক্ষতি ছাড়া সন্ধ্যা পার করে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন ভালো শুরু করেন ডিন এলগার। দু’বার জীবন পেয়েও ফিরে যান ৬৪ রান করে। দলের রান তখন ২ উইকেটে ১১৬। এরপর মেহেদি মিরাজ ও এবাদত হোসেন দারুণ বোলিং করে তাদের আটকে দেন।
টপ অর্ডারের কিগান পিটারসন (৩৮) ও মিডল অর্ডারের রায়ান রিকেলটন (৪০) দাঁড়িয়ে যান। তারা দলের রান সামনে এগিয়ে নেন। তবে মধ্যের টেম্বা বাভুমা (৪), কাইল ভারাইনে (৬) উইকেটে দাঁড়াতে পারেননি। দ্রুতই ফিরে যান কেশন মহারাজ (৫) ও ওয়ান মুলদারও (১১)।
এর আগে প্রথম ইনিংসে ৩৬৭ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে এলগার ৬৭ রান করেন। টেম্বা বাভুমা খেলেন ৯৩ রানের ইনিংস। এছাড়া সারেল আরইউ (৪১), ভারাইনে (২১), সিমন হারমার (৩৮) দলকে বড় রানের দিকে এগিয়ে নেন।
জবাবে প্রথম ইনিংসে ২৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম রেকর্ডগড়া সেঞ্চুরি করে মাহমুদুল জয় থামেন ১৩৭ রান করে। এই স্কোর গড়তে জয় খেলেন ৩২৬ বল। ১৫ চার ও দুটি ছক্কা মারেন তিনি। এছাড়া নাজমুল শান্ত ৩৮, লিটন দাস ৪১ ও মেহেদি মিরাজ ২৯ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে প্রথম ইনিংসে চার উইকেট নেন সিমোন হার্মার। এছাড়া লিজার্ড উইলিয়ামস তিন উইকেট তুলে নেন। বল হাতে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ নেন চার উইকেট। মেহেদি মিরাজ তুলে নেন তিন উইকেট। দুটি উইকেট পান পেসার এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে মিরাজ ও এবাদত তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন তাসকিন।