ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইপিএলে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন, চাহালের মন্তব্যে তোলপাড়

আইপিএলে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন, চাহালের মন্তব্যে তোলপাড়

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২ | ০১:৪৬ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ | ০১:৪৬

আইপিএল ক্যারিয়ারের শুরুর দিকে দু’বার ভয়াবহ শারীরিক হেনস্থার শিকার হয়েছেন যুজবেন্দ্র চাহাল। গত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দ্বিতীয়বার মুখ খুলেছেন ভারতীয় লেগ স্পিনার। ঘটনার বর্ণনা দিয়ে জানিয়েছেন, একটু এদিক ওদিক হলে তার মৃত্যু ঘটতে পারতো।

রবিশচন্দন অশ্বিন ও করুণ নায়ারের সঙ্গে এক ভিডিও আলাপে ওই ঘটনার বর্ণনা দিয়ে চাহাল বলেন, ‘২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় ব্যাঙ্গালুরুয় এক ম্যাচ ছিল তাদের। সেখানে তারা বেশ ক’জন ক্রিকেটারের সঙ্গে গেট টুগেদার করেন। তাদের মধ্যে একজন খুবই মদ্যপ হয়ে আমাকে ডেকে রুমের বাইরে ডেকে নেন এবং ১৫ তলার ব্যালকুনি থেকে আমাকে বাইরে ঝুলিয়ে ধরেন।’

চাহাল বলেন, ‘আমি হাত দিয়ে শক্ত করে তার কাঁধ ধরে রেখেছিলাম। হাত ফস্কে গেলেই ১৫তলা থেকে নিচে পড়তাম। তাৎক্ষনিক বেশ ক’জন সেখানে চলে আসেন এবং আমাকে রক্ষা করেন। আমার গলা শুকিয়ে গিয়েছিল। এরপরই আমি বুঝি, কারো ডাকে সাড়া দেওয়ার আগে কতটা ভাবা দরকার।’

এছাড়া চলতি বছরের শুরুতে ২০১১ সালের আইপিএলের একটি ঘটনা ফাঁস করেন চাহাল। জানান যে, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা অ্যান্ডু সাইমন এবং জেমস ফ্রাঙ্কলিন মজা করে তার হাত-পা বেধে রুমে আটকে রেখেছিলেন, ‘ঘটনাটা চেন্নাইয়ের। সাইমন ও ফ্রাঙ্কলিন প্রচুর ফ্রুটস জুস (মদ) পান করেছিলেন। এরপর জানি না কী চিন্তা করে আমার হাত-পা, মুখ বেঁধে রুমে আটকে চলে যান।’

তিনি জানান, পরে রুম পরিষ্কার করতে এসে তাকে উদ্ধার করা হয়। সাইমন ও ফ্রাঙ্কলিনকে প্রশ্ন করা হলে বলেছিল, ‘বাছা, ফ্রুটস জুস খেলে রাতে কী করেছি সকালে মনে থাকে না।’ ওই ঘটনায় তারা ক্ষমা চাননি বলেও উল্লেখ করেন চাহাল। তবে বিষয়টি তিনি মজা হিসেবেই নিয়েছিলেন এবং তাদের সম্পর্কও পরে বেশ ভালো ছিল।

প্রথম ঘটনার বর্ণনা শুনে খুবই হতাশ হয়েছেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী ও সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দ্র শেবাগ। রবি শাস্ত্রী বলেছেন, ‘এটা কোন মজার বিষয় হতে পারে না। শুনে হাসি পাওয়ার মতো ঘটনা নয় এটা। খুবই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। জানি না, কে এর সঙ্গে সম্পৃক্ত। তবে যেই হোক তাকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা উচিত।’

বিরেন্দ্র শেবাগ বলেছেন, ‘ঘটনা সত্য হলে এটাকে মজা হিসেবে দেখার সুযোগ নেই। চাহালের অবশ্যই ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা উচিত। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা উচিত এবং প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

আরও পড়ুন

×