ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শুরুতেই ফিরলেন জয় ও শান্ত

শুরুতেই ফিরলেন জয় ও শান্ত

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ০৯:৩২ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ০৯:৩২

বাংলাদেশকে প্রথম ইনিংসে ২১৭ রানে ধসিয়ে ২৩৬ রানের লিড নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তারা ৬ উইকটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। স্বাগতিকরা লিড নিয়েছে ৪১২ রানের। জবাব দিতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন তামিম এবং মুমিনুল।  মাহমুদুল জয় প্রথম বলে শূন্য ও নাজমুল শান্ত ৭ করে ফিরেছেন।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার সারেল আরউই ৪১ রান করেন। কেগান পিটারসন ১৪ ও অধিনায়ক ডিন এলগার ২৬ রান আউট হয়েছেন। পরে টেম্বা বাভুমা (৩০) ও ওয়ান মুলদারকে (৬) ফিরলে ইনিংস ছাড়ে তারা। কাইল ভেরাইনে ৩৯ রানে নটআউট ছিলেন।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন কেশব মহারাজ। অধিনায়ক ডিন এলগার করেন ৭০ রান। তিনে নামা কেগান পিটারসন ৬৪ ও চারে নামা টেম্বা বাভুমা করেন ৬৭ রান। এছাড়া রান পেয়েছেন সাতে নামা ওয়ান মুলদার (৩৩) ও নয়ে নামা সিমন হারমার (২৯)।

স্বাগতিকদের বড় রানের জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিন ৫ উইকেটে ১৩৯ রান তোলে। তৃতীয় দিন প্রথম সেশনের পরেই অলআউট হয় ২১৭ রানে। তামিম ইকবাল ৪৭ এবং নাজমুল শান্ত ৩৩ রান করেন। পরে ইয়াসির রাব্বি ৪৬ ও মুশফিক ৫১ রানে আউট হন।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। পেসার খালেদ আহমেদ নেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে স্পিনার সিমন হারমার ৩টি এবং কেশব মহারাজ ২ উইকেট নিয়েছেন। পেস আক্রমণে ওয়ান মুলদার ৩টি এবং ডুয়াইন অলিভিয়ের নিয়েছেন ২ উইকেট।

আরও পড়ুন

×