আমরা স্পিন অতো ভালো খেলি না: মুমিনুল

ছবি: এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ০৭:২৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ০৭:২৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বারবার ‘পল্টি দিয়েছেন’ অধিনায়ক মুমিনুল হক। একবার বলেছেন, পেস বান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট হবে। পরে বলেছেন, জানতাম তৃতীয়-চতুর্থ দিন থেকে স্পিন ধরবে।
প্রথমে দাবি করছেন, এশিয়ার বাইরে স্পিনারদের উইকেট দেওয়া পাপ। পরেই বলছেন, আমরা স্পিন খুব একটা ভালো খেলি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর বাংলাদেশ বিশেষ ধরনের স্পিনে দুর্বল বলে উল্লেখ করেছন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘শুনতে হয়তো ভালো লাগবে না, তবে সত্য হচ্ছে যে, আমরা স্পিনের বিপক্ষে অতো ভালো খেলোয়াড় নই। দু-একজন হয়তো স্পিন ভালো খেলেন। তবে অধিকাংশ ক্রিকেটারই স্পিন সামলাতে পারেন না।’

মুমিনুলের মতে, হয়তো তারা স্পিনের বিপক্ষে ব্যর্থ হয়েছেন। তবে বাস্তবতা হচ্ছে, এক ম্যাচ হারলে অনেক কিছুই সামনে চলে আসে। তিনি জানান, স্পিনের বিপক্ষে কখন, কোথায়, কীভাবে রান করতে হয় এগুলো শেখা জরুরি।
বাংলাদেশের বিপক্ষে ডারবান টেস্টে দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ও সিমন হারমার মিলে প্রথম টেস্টে ২০টির মধ্যে নিয়েছেন ১৪ উইকেট। দ্বিতীয় টেস্টে তারা দখল করেছেন ১৫ উইকেট। মুমিনুল মনে করেন, ওভার স্পিন পার্থক্য গড়ে দিয়েছে।
টাইগার টেস্ট অধিনায়ক বলেন, ‘দেখুন, উপমহাদেশের উইকেট ভিন্ন। উপমহাদেশে সাইড স্পিন অনেক কাজ করে। কিন্তু এই অঞ্চলে ওভার স্পিন বেশি কার্যকরি। কোন বোলারের ওভার স্পিন করতে গেলে তার কিছু টেকটিক্যাল পরিবর্তনও আনতে হয়।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পোর্ট এলিজাবেথ টেস্টে ৩২০ রানে হেরেছে। প্রথম ইনিংসে প্রোটিয়ারা ৪৫৩ রান তোলে। জবাবে বাংলাদেশ করে ২১৭ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে অলআউট হয়।