লংকায় প্রাপ্তি সাইফ-এবাদত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০২:২২
বাংলাদেশ 'এ' দলের শ্রীলংকা সফর নানা দিক থেকেই ক্রিকেটার এবং জাতীয় দলে ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। ভারত সফরের জন্য টেস্টের দল গোছানো, ইমার্জিং এশিয়া কাপের প্রস্তুতি এবং ওয়ানডে দলের জন্য এক-দু'জন বোলার এবং ব্যাটসম্যানকে পরখ করে দেখা। ক্রিকেটাররা সে প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। রোববার তিনি বলেন, সব মিলিয়ে ভালো একটা সফর গেছে। সাইফ হাসান, এবাদত হোসেন, নাঈম শেখদের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাকে।
শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে দুটি বড় দৈর্ঘ্যের এবং তিনটি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ 'এ' দল। আনঅফিসিয়াল টেস্টের দুই ম্যাচেই স্বাগতিকরা এগিয়ে থাকলেও মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকদের ব্যক্তিগত অর্জন ছিল। তবে ওয়ানডেতে ব্যক্তিগত এবং দলগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১-০-তে পিছিয়ে থেকে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজটি জিতেছে ২-১ ব্যবধানে। প্রধান নির্বাচক নান্নুর দৃষ্টিতে, 'সব মিলিয়ে ভালো একটা সফর গেছে। ছেলেরা একটা শৃঙ্খলার মধ্যে ছিল। খেলোয়াড়রা কমিটমেন্ট ছিল প্রশংসা করার মতো।'
ইমার্জিং এশিয়া কাপে খেলবেন সাইফ হাসান, নাঈম শেখরা। তারা দু'জন ছিলেন 'এ' দলের ওয়ানডে ওপেনিং জুটি। এই দুই ক্রিকেটারকে নিয়ে নান্নু বলেন, 'সাইফ হাসান ভালো বোলিং করেছে। অফস্পিনে অপ্রত্যাশিতভাবে ভালো করেছ সে। ব্যাটিং খুবই ভালো করেছে। নাঈম শেখ ও মিঠুনও ভালো ব্যাটিং করেছে। এই দুই ওপেনারকে মাথায় রেখেছি। তবে নাঈমের টেকনিক নিয়ে একটু কাজ করতে হবে। সাইফ লঙ্গার ভার্সনের জন্য পুরোপুরি প্রস্তুত।'
পেস বোলার এবাদতের ওয়ানডে বোলিং দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, 'ওয়ানডে ক্রিকেটে এবাদতকে নিয়ে একটা চিন্তাভাবনা ছিল। এজন্য এই ট্যুরে খেলার সুযোগ করে দেওয়া হয়েছিল। ও যথেষ্ট ভালো করেছে। আশা করি তাকে এগিয়ে নিয়ে যেতে পারব।' দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৪৬ রানে দুই উইকেট শিকার করেন এবাদত। ইকোনমি ৪.৬০। সিরিজ জয়ের তৃতীয় ম্যাচে গতি এবং লাইন-লেন্থ ধরে রেখে ৪.৪ ওভারে ২৬ রানে দুই উইকেট নেন তিনি।