ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘হৃদয় ভাঙা’ রিয়ালকে সমর্থন দিচ্ছেন পচেত্তিনো

‘হৃদয় ভাঙা’ রিয়ালকে সমর্থন দিচ্ছেন পচেত্তিনো

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২২ | ০৬:১৬ | আপডেট: ২৮ মে ২০২২ | ০৬:১৬

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি হৃদয় ভেঙেছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোয় দুর্দান্ত এক কামব্যাক দেখিয়ে দলকে জয় এনে দেন করিম বেনজেমা। ওই হারের পর পিএসজি বস মাউরিসিও পচেত্তিনোর চাকরির সুতোয় টান পড়ে গেছে। তারপরও লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালকে সমর্থন দিচ্ছেন তিনি। 

পচেত্তিনো বলেন, ‘এটা পরিষ্কার যে, আমার হৃদয় লাল নয় সাদা। ১৯৯৪ সালে আমার মনে রিয়ালের প্রতি নরম ভাব চলে আসে। ওই বছরই আমি বার্সেলোনায় পা রাখি। এর কৃতিত্ব দিতে হবে কোচ অ্যান্তোনিও কামাচোকে। উনিই রিয়ালের প্রতি আমার ভালোবাসা জাগিয়ে তুলেছিলেন।’ 

ফুটবল ক্যারিয়ারে স্পানিওলে ও পিএসজি খেলেছেন পচেত্তিনো। রিয়াল মাদ্রিদে তার খেলা হয়নি, কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়ানোও হয়নি। তবে স্পানিওল কাতালান ক্লাব। বার্সার নগর প্রতিদ্বন্দ্বী। ওই সূত্রেই হয়তো তার রিয়াল ভক্তি, ‘আমি খেলোয়াড় বা কোচ হিসেবে কখনও মাদ্রিদের ছিলাম না, তারপরও আমার আবেগ তাদের প্রতি বেশি।’

তবে ফাইনালে রিয়াল মাদ্রিদের চেয়ে লিভারপুল বেশি ফেবারিট বলে মনে করছেন সাবেক টটেনহ্যাম কোচ পচেত্তিনো। ইউরোপের শিরোপা সর্বোচ্চ ১৩ বার জিতলেও রিয়াল আন্ডারডগ বলে মত তার। কিন্তু দুর্দান্ত কিছু কামব্যাক দেখিয়ে ফাইনালে আসা রিয়াল নাকি লিভারপুল শিরোপা জিতবে সেটা তিনি বলতে পারছেন না। 

পচেত্তিনো বলেন, ‘রিয়াল ফেবারিট কিনা জানি না। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত চার ম্যাচে পরাজিত হওয়া দলকে ফেবারিট বলা যায় না। লিভারপুলকেই তাই এগিয়ে রাখতে হবে। তাদের অসাধারণ এক কোচ এবং দারুণ কিছু ফুটবলার আছে। যারা ইউরোপে তাদের সামর্থ্য প্রমাণ করেছে। তবে ইতিহাস এবং ইনার্জি রিয়ালকে ভয়ঙ্কর করে তোলে।’

আরও পড়ুন

×