ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভারতীয়দের হৃদয় ভাঙতে চাই: জামাল ভূঁইয়া

ভারতীয়দের হৃদয় ভাঙতে চাই: জামাল ভূঁইয়া

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৪:১৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ | ০৫:৪৮

বিশ্বকাপ বাছাইপর্বের 'ই' গ্রুপে থাকা বাংলাদেশ পয়েন্ট টেবিলে তলানিতে আছে। জয় তো পায়নি। ড্রও করতে পারেনি এখনও। বাংলাদেশের চোখ তাই ভারতের দিকে। প্রতিবেশি ভারতের বিপক্ষে মঙ্গলবার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটা আবার কলকাতায়। দুই বাংলার জন্য এটা তাই বড় ম্যাচ। সল্ট লেকে ভারত অবশ্য ফেবারিট। সঙ্গে ৮০ হাজার দর্শকের গ্যালারি তাদের পক্ষেই স্লোগান তুলবে। তবে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া হৃদয় ভাঙতে চান ভারতীয় দর্শকদের।

তিনি বলেন, 'দুই দেশের ফুটবলের অনেক ঐতিহ্য আছে। এটা বড় একটা ম্যাচ। দুই দলের ফুটবলাররা এই ম্যাচ খেলতে মুখিয়ে আছেন। মাঝমাঠের লড়াইয়ে যারা এগিয়ে থাকবে ম্যাচে জয়ের সম্ভাবনা তাদেরই বেড়ে যাবে। মাঝমাঠের ফুটবলাররাই গোলের সুযোগ তৈরি করে দেবেন।'

বাংলাদেশ দলের ফুটবলার এবং কোচিং স্টাফদের চোখ সুনীল ছেত্রির দিকে। কিন্তু জামাল ভূঁইয়া একক কোন ফুটবলারে পুরো মনোযোগ দেওয়ার বিপক্ষে। তিনি ২০১৩-১৪ মৌসুমে সুনীল ছেত্রির সঙ্গে খেলেছেন। সেই অভিজ্ঞতা উল্লেখ করে ডেনমার্কে জন্ম নেওয়া এই বাংলাদেশি ফুটবলার জানান, সুনীল ছেত্রি খুবই ভালো একজন স্ট্রাইকার। তবে তাদের আরও ভালো ফুটবলার আছে। শুধু একজনে চোখ দিলে হবে না।

বাংলাদেশের চেয়ে শক্ত দল ভারত। ঘরের মাঠে খেলবে তারা। চাপ তাই বাংলাদেশের চেয়ে বেশি ভারতের। জামাল ভূঁইয়া অন্তত তাই মনে করেন, 'আমি আগামীকাল ভারতের হৃদয় ভাঙতেই মাঠে নামবো। আমাদের ওপর কোন চাপ নেই। চাপ ভারতের ওপর। কারণ তারাও ম্যাচ জিততে পারছে না। আমি সতীর্থদের বলেছি, মাঠে নেমে শুধু নিজেদের সর্বোচ্চটা দিতে। তবে আগামী ম্যাচের ফেবারিট দল ভারত।' উল্লেখ্য কাতারের বিপক্ষে ম্যাচে ভারত সমতা করে। হারে ওমানের বিপক্ষে।

কাতারের বিপক্ষে ঘরের মাঠে দারুণ ফুটবল খেলে বাংলাদেশ। ফল জামাল ভূঁইয়াদের পক্ষে আসেনি। তবে মন জয় করা ফুটবল তারা উপহার দিয়েছেন। বেশ কিছু সুযোগ বাংলাদেশ তৈরি করে। জামাল ভূঁইয়াই দারুণ কিছু সুযোগ পেয়ে মিস করায় আক্ষেপ করেন। গোল করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। ভারতের বিপক্ষেও বাংলাদেশ গোল করার সুযোগ পাবে বলে মনে করেন জামাল। শুধু সুযোগ নিতে পারলেই ঘটনা ঘটে যেতে পারে বলে মত এই মিডফিল্ডারের।

আরও পড়ুন

×