সৌরভের আচমকা টুইট, বিসিসিআই থেকে পদত্যাগ কিনা প্রশ্ন

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৬:৪৮ | আপডেট: ০১ জুন ২০২২ | ০৬:৫৭
সাবেক ভারতীয় অধিনায়ক এবং বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এক টুইট করেছেন। বুধবার তার ওই টুইট ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তিনি ক্রিকেট ছেড়ে নতুন কিছু শুরুর ইঙ্গিত দিয়েছেন। ওই টুইট বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সৌরভের পদত্যাগের ইঙ্গিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সৌরভ টুইট করেছেন, ‘১৯৯২ সালে ক্রিকেট শুরু করেছিলাম। ২০২২ সালে ক্রিকেটের সঙ্গে আমার ৩০ বছরের যাত্রা পূর্ণ হলো। এই লম্বা সময়ে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন এনে দিয়েছে। আজ পর্যন্ত যারা আমাকে সমর্থন দিয়েছেন, পাশে থেকেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজ, নতুন কিছু শুরুর পরিকল্পনার কথা জানাচ্ছি। আশা করছি, যা আরও বেশি মানুষের দরকারে আসবে। নতুন অধ্যায়ে আপনারা আমাকে সমর্থন দেবেন বলে আশা করছি।’

২০২০ সালের জুলাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সৌরভ গাঙ্গুলি। ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি নিউজ ওয়েস্ট বেঙ্গল বিজেপির সূত্রে জানিয়েছে, তিনি ক্রিকেট থেকে সরে রাজনীতিতে যোগ দিচ্ছেন। স্পোর্টস কোটায় আগামী রাজ্য সভা নির্বাচনে অংশ নেবেন সাবেক ভারতীয় ওপেনার।