নেইমার-পচেত্তিনোকে তাড়ানোর খবর ভুয়া, জানালেন এমবাপ্পে

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২২ | ০৪:২৩ | আপডেট: ০৩ জুন ২০২২ | ০৪:২৩
পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছেন কিলিয়ান এমবাপ্পে। মোটা অঙ্কের সাইনিং বোনাস, বেতনের পাশাপাশি তিনি নাকি অঢেল ক্ষমতাও পেয়েছেন। ওই ক্ষমতা বলে প্যারিসে কে থাকবেন, কে থাকবেন না ওই বিষয়েও তার মতামত নেওয়া হবে।
ওই খবরের আরেকটু আপডেট তথ্য জানিয়েছিল জার্মান সংবাদ মাধ্যম স্পোর্টস বাইবেল। তারা পিএসজির তারকা নেইমার জুনিয়র, কোচ মাউরিসিও পচেত্তিনোসহ ১৪ জনের একটা তালিকা ধরিয়ে দিয়ে লিখেছ, এমবাপ্পে এই ১৪ জনকে দলে চান না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সম্যান এমবাপ্পে নিউজটি শেয়ার দিয়েছেন। ছোট্ট করে লিখে দিয়েছেন, ফেক বা ভুয়া। সঙ্গে লাল কালির ক্রস চিহ্ন। ওই বার্তায় তিনি বুঝিয়ে দিয়েছেন, নেইমার থাকবেন নাকি যাবেন, পচেত্তিনোর ভবিষ্যত সিদ্ধান্ত তিনি নন নেবে পিএসজির বোর্ড।
এমবাপ্পে ১৪জনকে তাড়ানোর কথা বলেছেন উল্লেখ করে যে তালিকা দেওয়া হয়েছে তাতে নেইমার-পচেত্তিনোসহ আছেন- থিও কেহরার, জুলিয়ান ড্রাক্সলার, দানিলো পেরেইরা, লেনড্রো ওয়ালস, আন্দ্রে হেরেইরা, লেইভিন কুরজাওয়া, মাউরো ইকার্দি, পাবলো সারাবিয়া, হুয়ান বার্নাট, ইদ্রিসা গুয়েনা, কলিন দাগবা ও সের্গিও রিকো।
- বিষয় :
- পিএসজি
- কিলিয়ান এমবাপ্পে
- নেইমার-এমবাপ্পে