ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টানা দ্বিতীয়বার এশিয়ান কাপে ভারত

টানা দ্বিতীয়বার এশিয়ান কাপে ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ০৪:৫৯ | আপডেট: ১৪ জুন ২০২২ | ০৪:৫৯

হংকংয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগেই সুখবর পেল সুনীলরা। মঙ্গলবার গ্রুপ বি-র ম্যাচে ফিলিস্তানের কাছে ৪-০ গোলে হেরে যায় ফিলিপাইন। এতে গ্রুপ পর্যায়ে সেরা পাঁচ রানার আপের একটি হিসেবে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ভারত। আজ রাতে হংকংয়ের বিরুদ্ধে ড্র করলে বা হারলেও সেরা পাঁচ দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে এশিয়ান কাপে খেলা নিশ্চিত ভারতের। জিতলে গ্রুপের একনম্বর দল হিসেবে সরাসরি মূলপর্বে চলে যাবে। দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ ডিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। অন্যদিকে ৩ ম্যাচে ফিলিপাইনের সংগ্রহ ৪ পয়েন্ট।

তবে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান কাপে খেলতে চান, 'আগের দুটো ম্যাচে আমরা ভালই খেলেছি। তবে এখনও কিছু অর্জন করে ফেলিনি। সব পাশে সরিয়ে রেখে আপাতত হংকং ম্যাচে ফোকাস করতে হবে। মাথা উঁচু করে প্রতিযোগিতা শেষ করতে হবে।'

সুনীল ছেত্রী আরো বলেন, 'এশিয়ান কাপে খেলার অনুভূতি অন্য রকম। এই মহাদেশের সেরা দেশগুলোর সঙ্গে খেলার সুযোগ পাব আমরা। গতবার সেই অনুভূতিটা উপলব্ধি করেছি। আরও এক বার সেই অনুভূতি পেতে চাই।'

নিজেদের ইতিহাসে এর আগে কখনোই টানা দুবার এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। গতবারের পর এবারও এশিয়ান কাপের মঞ্চে দেখা মিলবে সুনীল ছেত্রী-সাহাল সামাদ-গুরপ্রিত সিংদের।

আরও পড়ুন

×