ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইংল্যান্ডের ক্লাবের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

ইংল্যান্ডের ক্লাবের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

বাংলাদেশের বরখাস্ত হওয়া কোচ জেমি ডে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২২ | ০৯:২৮ | আপডেট: ২৪ জুন ২০২২ | ০৯:২৮

মাত্র ৯ মাসের মাথায় নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে। ইংল্যান্ডের চতুর্থ টায়ারের দল সুইন্ডন টাউন ফুটবল ক্লাবের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে প্রধান কোচের ভূমিকায় তাকে দেখা যাবে না, দায়িত্ব নিয়েছেন সহকারী কোচের। বর্তমানে ক্লাবটি ইংল্যান্ডের চতুর্থ টায়ারের লিগ টু'তে খেলছে।

জেমির কাজে সন্তুষ্ট হতে না পেরে ২০২১ সালের সেপ্টেম্বরে তাকে কোচের পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমানে জামাল ভূঁইয়া-আনিসুর রহমান জিকোদের কোচিং করাচ্ছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

২০১৮ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এর আগে ২০১৭ সালে ইংলিশ ক্লাব গিলিংহ্যামের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ডে। 

আরও পড়ুন

×