ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইংল্যান্ডের সফলতার মন্ত্র ‘বাজবল’

ইংল্যান্ডের সফলতার মন্ত্র ‘বাজবল’

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২ | ২৩:০৮ | আপডেট: ০৫ জুলাই ২০২২ | ২৩:০৮

ভোজবাজির মতো বদলে গেছে ইংল্যান্ড। ১৭ টেস্টে যাদের মাত্র ১টি জয় ছিল, অধিনায়ক ও কোচ বদলে সে দলটি টানা চার ম্যাচ জিতে নিল! কী এমন জাদুমন্ত্রবলে তাদের এ পরিবর্তন? পরিবর্তনের সেই মন্ত্রের নাম নাকি ‘বাজবল’। 

ধারাভাষ্যকাররা শব্দটি প্রায়ই বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে। টেস্টে ইংল্যান্ড এখন যে কৌশলে খেলছে, সেটাই ‘বাজবল’। শব্দটি এসেছে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককুলামের ডাকনাম ‘বাজ’ থেকে।

খেলোয়াড়ি জীবনে ডাকাবুকো ব্যাটার হিসেবে পরিচিত ম্যাককুলাম তাঁর সেই মানসিকতাই ঢুকিয়ে দিয়েছেন ইংল্যান্ড দলের ভেতর। তাই তো টার্গেট যতই হোক, ভয় পান না তাঁরা। 

বিষয়টি জয়ের পর বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক স্টোকস, 'পাঁচ সপ্তাহ আগেও ৩৭৮ রান শুনলেই হয়তো আমরা ভড়কে যেতাম। কিন্তু এখন এটা আমাদের কাছে ব্যাপারই না। ড্রেসিংরুমের পরিবেশটা এমন হয়ে গেছে। জনি ও রুট দুর্দান্ত ব্যাট করে জয় নিশ্চিত করেছে, শুরুটা করেছিল কিন্তু আমাদের দুই ওপেনার। উইকেটে গিয়েই বুমরাহ-শামিকে মারতে শুরু করেছিল তারা।’

এই ‘বাজবল’ নীতির মূল কথাই হলো ভয়ডরহীন ক্রিকেট। আগে ব্যাট করে বড় রান করে প্রতিপক্ষকে চাপে ফেলার পুরোনো কৌশল বাদ দিয়ে পাল্টা আক্রমণে রান তাড়ার নতুন এক সংস্কৃতি চালু করেছে ইংল্যান্ড। কৌশলটি ইংল্যান্ডের বর্তমান দলটির সঙ্গে বেশ মানিয়েছেও। 

এ কৌশল অনুযায়ী নাকি ৩০ ওভারের পর রান তোলার গতি দ্বিগুণ হয়ে যায়। ভারতের বিপক্ষেও রুট ও জনির ব্যাটিংয়ের সময় ‘বাজবল’ নীতি ফুটে উঠেছিল। যে কারণে জয়ের কাছাকাছি গিয়েও জাদেজার স্পিনে চারবার রিভার্স সুইপ করেছেন রুট। শার্দুল ঠাকুরের পেস বলে রিভার্স-স্কুপ করে স্লিপের ওপর দিয়ে রুটের ছক্কা হলো এই কৌশলের সবচেয়ে বিশুদ্ধ উদাহরণ।

আরও পড়ুন

×