ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রোমায় যাচ্ছেন দিবালা

রোমায় যাচ্ছেন দিবালা

স্বাস্থ্য পরীক্ষা দিতে পর্তুগালে পৌছেছেন দিবালা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ০৬:৩৬ | আপডেট: ১৮ জুলাই ২০২২ | ০৬:৩৬

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে পাওলো দিবালার সাত বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। এবার ইতালিরই আরেক ক্লাবে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। 

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিন বছরের চুক্তিতে সেখানে যোগ দিতে যাচ্ছেন দিবালা। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। প্রতি মৌসুমে সব মিলিয়ে ৬০ লাখ ইউরো পাবেন তিনি।

এরই মধ্যে স্বাস্থ্য পরীক্ষা দিতে পর্তুগালে পৌছেছেন দিবালা, সাথে আছেন তার এজেন্ট জর্জে অন্তুন। স্পোর্টিং সিপির বিপক্ষে মঙ্গলবার প্রীতি ম্যাচ খেলবে রোমা। ম্যাচটিতে দিবালার খেলার সম্ভাবনাও রয়েছে।

রোমা নিশ্চিত করেছে, ক্লাবটিতে ১০ নম্বর জার্সিই পাচ্ছেন পাওলো দিবালা। যেই জার্সি পড়ে ক্লাব মাতিয়েছেন কিংবদন্তি ফ্রান্সিসকো টট্টি। পর্তুগাল পৌছে দিবালা নিজের অনূভতি প্রকাশ করে বলেন, 'আমি খুব খুশি। ১০ নম্বর জার্সি? আমরা এনিয়ে কথা বলবো।'

২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দিবালা। জুভেন্তাসের টানা পাঁচ বছরের লিগ শিরোপা জয়ে দিবালার অনবদ্য অবদান ছিল। চারবার কোপা ইতালিয়ার শিরোপার পাশাপাশি জুভেন্টাসকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন আর্জেন্টাইন এই তারকা। গত মৌসুমে দীর্ঘদিন ইনজুরিতে থাকা এই তারকা ২৯ ম্যাচে করেছেন ১৩ গোল।

আরও পড়ুন

×