ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যৌবন ধরে রাখতে 'বিশেষ ইনজেকশন' নেন রোনালদো?

যৌবন ধরে রাখতে 'বিশেষ ইনজেকশন' নেন রোনালদো?

ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ০১:৩২ | আপডেট: ১৯ জুলাই ২০২২ | ০২:০৬

সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সেও মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল তিনি। ফিটনেসেও অন্য সব ফুটবলার থেকে অনেক এগিয়ে তিনি। পর্তুগীজ এই সুপারস্টারের ফিটনেস রহস্য জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা। তারা জানিয়েছে রোনালদোর ফিটনেসের পেছনে রয়েছে বিশেষ এক ইনজেকশনের প্রভাব। সাধারণত পেশাদার পর্নো তারকারা এটি ব্যবহার করে থাকেন। যা এবার রোনালদোও ব্যবহার করলেন।

সম্প্রতি নিজের পুরুষাঙ্গে বোটক্স ইনজেকশন নিয়েছেন রোনালদো। এই ইনজেকশকন নেওয়ার উদ্দেশ্য হলো পুরুষাঙ্গের পুরুত্ব এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত বাড়ানো। যা প্রায় দুই বছর স্থায়ী হয়। তবে রোনালদো নিজে কিছু জানাননি এই ইনজেকশনের ব্যাপারে।

এমনিতেই যৌবন ধরে রাখতে কড়াভাবে রুটিন মেনে চলেন পর্তুগীজ তারকা। শারীরিক গড়নটা সহজাতভাবেই একটু বেশি কঠিন তার। সেটা ধরে রাখতে তিনি অনুসরণ করেন একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস, ব্যায়ামও করেন নিয়মিত। এবার নতুন করে আলোচনায় আসলেন পুরুষাঙ্গে বোটক্স ইনজেকশন নিয়ে। এ প্রক্রিয়ার জন্য কোনো কাটাছেঁড়া বা সেলাইয়েরও দরকার হবে না। তবে চিকিৎসকরা পুরোপুরি নিশ্চয়তা দিচ্ছে না এটি আসলেই কার্যকরী হবে কিনা।

রোনালদোর বোটক্স ইনজেকশন গ্রহণ করা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার তার মুখে বোটক্স ইনজেকশন প্রয়োগ করা হয়েছে। ইতোমধ্যেই নিজের শরীরে একাধিক সার্জারি ও টাচ-আপ করিয়েছেন 'সিআরসেভেন। এগুলো তার পেশীকে সুস্থসবল রাখতে ও তরুণ দেখাতে সাহায্য করে।

এদিকে মাঠের খেলা নিয়ে অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যত। শিরোপাহীন মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দল চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না, এটাই ক্লাব ছাড়তে চাওয়ার আসল কারণ। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হাতছাড়া করতে চান না রোনালদো। যদিও নতুন দলের সন্ধান পাচ্ছেন না তিনি।

আরও পড়ুন

×