ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোহলির রোগ সারাতে ২০ মিনিট লাগবে গাভাস্কারের

কোহলির রোগ সারাতে ২০ মিনিট লাগবে গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ০২:৪৭ | আপডেট: ১৯ জুলাই ২০২২ | ০২:৪৭

রোগ যে আছে সেটা হয়তো বিরাট কোহলি নিজেও জানেন। কিন্তু তার কাছে হয়তো ওষুধ নেই। থাকলে এতদিনে সেটি সমাধান করে ফেলতেন ভারতের সেরা এই ব্যাটসম্যান। সেই ২০১৯ সালে ইডেনে গোলাপী বলে সেঞ্চুরির পর থেকেও তিন অঙ্কের দেখা পাচ্ছেন না কোহলি।

এবার ইংল্যান্ড সফরে সব ফরম্যাট মিলিয়ে ৬ ইনিংসে কোহলির রান মাত্র ৭৬। ফলে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারকে দল থেকে বাদ দেওয়ারও প্রশ্ন উঠছে। এবার তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। কোহলির কাছে মাত্র ২০ মিনিট চাইলেন ভারতের এই কিংবদন্তি। তার মতে, তিনি যদি কোহলির সঙ্গে ২০ মিনিট সময় কাটাতে পারতেন, তাহলে কোহলির ব্যাটিংয়ের রোগটা সারাতে পারতেন। তার দেওয়া পরামর্শে কোহলি তার হারানো ফর্ম পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারেন।

কোহলির সমস্যা খুঁজে বের করে গাভাস্কার বলেন, 'অফ স্টাম্পের বাইরের লাইনে খেলতে সমস্যা হচ্ছে কোহলির। আমি নিজে ওপেনার ছিলাম। তাই দীর্ঘ দিন অফ স্টাম্পের বাইরের লাইনে খেলতে হয়েছে। ওই লাইনে কী ভাবে খেলতে হবে তার কিছু নিয়ম রয়েছে। আমি কোহলির সঙ্গে ২০ মিনিট কথা বলার সময় পেলে ওকে সেগুলো বোঝাতাম। আশা করি তাতে ওর সুবিধা হত।'

গাভাস্কারের মতে, 'রানের মধ্যে না থাকায় প্রতিটা বল খেলার চেষ্টা করছে কোহলি। প্রতিটা বলেই রান করার চেষ্টা করছে। কিন্তু ওকে বুঝতে হবে সেটা সম্ভব নয়। শরীরের কাছে খেলতে হবে। যত দূর থেকে ও খেলার চেষ্টা করবে তত বেশি সমস্যায় পড়বে।'

আরও পড়ুন

×