ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোচ তাদের নাম ‘বারমুডা ট্রায়াঙ্গল’ দিলেন কেন?

কোচ তাদের নাম ‘বারমুডা ট্রায়াঙ্গল’ দিলেন কেন?

রিয়ালের তিন অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস (বাঁয়ে), কাসেমিরো (মধ্যে) ও লুকা মডরিচ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ০৪:০১ | আপডেট: ৩১ জুলাই ২০২২ | ০৪:০১

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের ত্রিফলা লুকা মডরিচ, টনি ক্রুস এবং কাসেমিরো। গড়ে তিন জনেরই বয়স একশ’ বছর। কিন্তু বয়স তাদের পারফরম্যান্সে কোন প্রভাব ফেলেনি। ৩৬ বছরেও মডরিচ দুর্দান্ত খেলে চলেছেন। ক্রুস দলটির মিডফিল্ডের প্রাণ। আর কাসেমিরোর জুড়ি মেলা ভার।

রিয়াল মাদ্রিদ এরই মধ্যে নতুন প্রজন্মের মিডফিল্ড ত্রয়ী খুঁজে নিয়েছে। কিন্তু শুরুর একাদশে এখনও টনি-লুকা-কামেরিরোর জায়গা পাকা। এই তিন মিডফিল্ডারকে লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি বারমুডা ট্রায়াঙ্গলের সঙ্গে তুলনা করেছেন। 

কারণ মিথ অনুযায়ী, বারমুডা ট্রায়াঙ্গল পেরিয়ে যেমন ট্রলার, জাহাজ পার হতে পারে না। জল যান অদৃশ্য হয়ে যায় বলে কথিত আছে। তেমনি রিয়ার মাদ্রিদের অভিজ্ঞ তিন মিডফিল্ডার বল পেলে তা অদৃশ্য করে দিতে পারেন। 

কার্লো আনচেলত্তির ভাষ্যে, ‘আমি রিয়ালের ক্লাসিক (ক্রুস-মডরিচ-কাসেমিরো) এবং তরুণ (ভালভার্দে-কামাভিঙ্গা-চুয়ামেনি) দুই সেট মিডফিল্ডেরই ভক্ত। আমি কাসেমিরো, ক্রুস এবং মডরিচের জুটিকে বারমুডা ট্রায়াঙ্গল বলি। কারণ তাদের কাছে বল গেলে তা অদৃশ্য হয়ে যায়।’

অসাধারণ দক্ষতায় মাঝমাঠ সামলালেও রিয়ালের মূল শক্তির নাম করিম বেনজেমা। খুনে ফিনিসার তিনি। গত মৌসুমে সব মিলিয়ে যার পা থেকে এসেছে ৪৪ গোল। রিয়াল কোচ ফ্রান্সম্যানকে নিয়ে বলেন, ‘করিম সেরা। সে সবকিছু এতো ভালোভাবে করছে যে, ডিফেন্ডারদের পক্ষে তাকে মার্ক করা কঠিন। এটাই করিম।’ 

গত মৌসুমে কিছুই না জেতা বার্সেলোনা জাভির অধীনে মৌসুমের শেষ দিকে ঘুরে দাঁড়ায়। নতুন মৌসুম ঘিরে নতুন দল গড়েছে কাতালানরা। লেভানডস্কি, রাফিনহা, ক্রিস্টেনসেন, ফ্রাঙ্ক কেসিদের প্রভাব প্রাক মৌসুমেই ভক্তরা দেখেছেন। দলটি আগামী মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করবে এই বিষয়ে সন্দেহ নেই। 

রিয়াল কোচ আনচেলত্তিও বার্সাকে ছোট করে দেখছেন না, ‘ফুটবলে আমাকে কিছুই বিস্মিত করে না। তারা দারুণ কিছু ফুটবলার কিনেছে। অসাধারণ একটা দল গড়েছে। বার্সেলোনাকে আপনার সবসময় সম্মান করতেই হবে। তবে আমার ভাবনা আমার দল নিয়েই।’

আরও পড়ুন

×