ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অনুশীলনেও দূরত্বের ছাপ!

অনুশীলনেও দূরত্বের ছাপ!

লিলির বিপক্ষে ম্যাচের আগে নেইমার-মেসি ও এমবাপ্পের অনুশীলন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ০২:০৮ | আপডেট: ২০ আগস্ট ২০২২ | ০২:০৮

পিএসজি কোচ গালতিয়ের বেশ উঁচু স্বরেই বলেছেন, নেইমার আর এমবাপ্পের মধ্যে কিছু হয়নি, সব ঠিকঠাক! তবে ঠিক হলে অনুশীলনে এমন দূরত্বের ছাপ কেন?

রোববার পিএসজি নামবে লিলির বিপক্ষে। তার আগে অনুশীলনে দেখা মিলল সেই নেইমার-এমবাপ্পের মাঝে দূরত্বের রেখা। বেশিরভাগ সময়ই মেসিকে নিয়ে অনুশীলন করতে দেখা যায় নেইমারকে। 

এমবাপ্পে অন্য কারও সঙ্গে। তাতে বুঝতে বাকি নেই, দু'জনের মধ্যে দ্বন্দ্বটা এখনও মেটেনি। সেই মঁন্টেপেলিয়ের ম্যাচ থেকে ঝামেলা শুরু।

সে ম্যাচে দুই পেনাল্টি পায় পিএসজি। প্রথম শট নিতে গিয়ে মিস করে বসেন এমবাপ্পে। এরপর নেইমার পরের পেনাল্টি থেকে দারুণ গোল করেন। গল্পটা এখানে সমাপ্ত হলে হয়তো এত কথা হতো না। কিন্তু দ্বিতীয় পেনাল্টি নেওয়ার সময় নেইমারকে কিছুটা বাধাই দেন এমবাপ্পে। তিনি চেয়েছিলেন দ্বিতীয়টিও নিজে নিতে। কিন্তু নেইমার দেননি।

ওই সমস্যার সমাধান অবশ্য কোচ গালতিয়ের করে দিয়েছেন। এখন থেকে পেনাল্টি নেবেন এমবাপ্পে। যদি একই ম্যাচে দ্বিতীয় পেনাল্টি পায় দল সেক্ষেত্রে দ্বিতীয় শটটি নেবেন নেইমার। নতুন চুক্তি করা এমবাপ্পের কাছে নেইমারের হারই বলতে হবে। তবে মেসি-রামোস-প্যারাদেস-ভেরাত্তি-ভিতিনহাসহ নেইমারের দলই নাকি ভারী।

আরও পড়ুন

×