ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

৮৯ মিনিট পর্যন্ত ২-০ লিড, ডর্টমুন্ড হারল ৩-২ গোলে

৮৯ মিনিট পর্যন্ত ২-০ লিড, ডর্টমুন্ড হারল ৩-২ গোলে

৩-২ গোলে জয় তুলে নিয়ে উল্লাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ১২:১৬ | আপডেট: ২০ আগস্ট ২০২২ | ১২:১৬

ফুটবলে যে কোন সময় যা কিছু ঘটতে পারে। তাই বলে ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ২-০ গোলের লিডে থাকার পরও ৩-২ গোলে হার সম্ভব! এমনটাই ঘটেছে জার্মান বুন্দেসলিগায়।

তাও যে সে দলের বিপক্ষে নয়। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুর্দান্ত ওই কামব্যাক দেখিয়েছে ওয়েরদের ব্রেমেন। 

প্রথমার্ধের যোগ করা সময়ে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ড প্রথম লিড নেয়। মার্কো রিউসের বল ধরে গোল করেন হুয়ান ব্রেনডিট। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে লিড ডাবল করে ডর্টমুন্ড। এবারও গোলে সহায়তা দেন রিউস। জালে বল পাঠান রাফায়েল গুরুইরো।

ওই লিড ৮৯ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল জার্মান লিগে নিয়মিত টপ ফোরে থাকা দলটি। শেষ মিনিটে ব্রেমেনের হয়ে এক গোল শোধ করেন বাপন্যান। 

যোগ করা সময়ের তৃতীয় মিনিট সমতায় ফেরে ব্রেমেন। গোল করেন স্কামিডিট। দুই মিনিট পরে আবার গোল করে দলটি। ৩-২ গোলের জয় তুলে নিয়ে উল্লাসে ভাসে।

আরও পড়ুন

×