ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সেপ্টেম্বরে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

সেপ্টেম্বরে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১৫:০৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ১৫:৩৮

সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। দুই ম্যাচের এই সিরিজ আয়োজন করবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নেপালের ফুটবল ফেডারেশন।

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর, আর দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর। ম্যাচ দুটি আয়োজন করা হবে ফিফা আন্তর্জাতিক প্রীতিম্যাচ উইন্ডোর সময়সূচি অনুযায়ী।

বাংলাদেশ ও নেপাল দুই দলের জন্যই ম্যাচ দুটি হবে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ। সেই দিক থেকে এই দুই ফ্রেন্ডলি ম্যাচ গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই দেখছেন দুই দলের কোচ ও সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×