'বুড়ো' অ্যান্ডারসনের অন্যরকম ১০০

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ০৯:৩৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ০৯:৩৯
টেস্ট ক্রিকেটে অনন্য এক নজির গড়লেন ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। এই রেকর্ড আর কোনো ক্রিকেটারের অধীনেই নেই। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে নামার সাথে সাথেই ঘরের মাটিতে একশো টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন জিমি।
এর আগে ভারতের মাঠে সর্বোচ্চ ৯৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ৯২টি টেস্ট ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে একশটি টেস্ট ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়লেন অ্যান্ডারসন।
ম্যানচেস্টারে এদিন ক্রিকেট ক্যারিয়ারে ১৭৪ তম টেস্ট ম্যাচটি খেলছেন জিমি অ্যান্ডারসন। সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। এই তালিকায় অ্যান্ডারসনের আগে রয়েছেন কেবল শচীন টেন্ডুলকার। ২০০ টি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতীয় এই ব্যাটিন ঈশ্বর। সবচেয়ে বেশি টেস্ট খেলার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন যুগ্মভাবে রিকি পন্টিং এবং স্টিভ ওয়াহ। দুজনেই অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৬৮ টি টেস্ট।