ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কম্বোডিয়ায় আজ জামালদের প্রস্তুতি ম্যাচ

কম্বোডিয়ায় আজ জামালদের প্রস্তুতি ম্যাচ

কম্বোডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২২:৩৩

আসল লড়াই ২২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ কম্বোডিয়া। সেই কম্বোডিয়ার বিপক্ষেই আজ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আনঅফিসিয়াল হলেও নিজেদের ঝালাই করার সুযোগ জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় নমপেনে স্বাগতিকদের মুখোমুখি হবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

অনানুষ্ঠানিক হওয়ায় এই ম্যাচটি ফিফা র‍্যাংকিংয়ে বিবেচিত হবে না। আর এই ম্যাচটি হবে ক্লোজ ডোরে। ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ আগস্ট থেকে অনুশীলনের মধ্যে আছে বাংলাদেশ দল। দেশের মাটিতে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বলেই কিনা সোমবার নিজেদের পরখ করে নিচ্ছেন লাল সবুজের দলটি। কয়েক দিন ধরে কম্বোডিয়ায় প্রস্তুতি নিচ্ছে ক্যাবরেরার দল। 

সেখান থেকে ভিডিও বার্তায় দলের অবস্থা জানান ম্যানেজার ইকবাল হোসেন, 'ফিফার থেকে অনুমতি নিয়ে আমরা খেলছি। যেহেতু আমরা দেশে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি, তাই এখানে ম্যাচ খেলছি।' 

চোটের কারণে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা নেই। তাঁকে ছাড়া বাকি সবাইকে পরখ করবেন কোচ ক্যাবরেরা।

র‍্যাংকিং এবং শক্তির বিচারে বাংলাদেশের (১৯২) চেয়ে এগিয়ে কম্বোডিয়া (১৭৪)। র‍্যাংকিংয়ের ব্যবধান ১৮ হলেও স্বাগতিকদের বিপক্ষে জয়ের আশা বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার, 'এখানে আমাদের অনুশীলন ভালো হচ্ছে। কালকে (আজ) আমাদের ম্যাচ। সেটা খেলার পর বুঝতে পারব আমাদের অবস্থানটা কোথায়। এই ম্যাচটি খেলার জন্য সবাই মুখিয়ে আছেন।'

আরও পড়ুন

×