ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সানে-মানের গোলে বিধ্বস্ত প্লাজেন

সানে-মানের গোলে বিধ্বস্ত প্লাজেন

ছবি- সংগৃহীত।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ১৩:০৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ১৩:০৩

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ। ‘সি’ গ্রুপের তিন ম্যাচেই জয় পেয়েছে দলটি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন লিরয় সানে। এছাড়া সের্গিও গিনাব্রি, সাদিও মানে এবং চপোমোটিং গোল করেছেন।

ম্যাচের সাত মিনিটে সানে দলকে প্রথম লিড এনে দেন। গিনাব্রি ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ২৩ মিনিটে গোল করেন সাদিও মানে। ৩-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে হুলিয়েন নাগেলসম্যানের দল।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোলমুখ খোলেন সানে। ৯ মিনিট পরে চপোমোটিং দলকে ৫-০ গোলে এগিয়ে নেন। পরের সময়টা রক্ষণ সামলানোর কৃতিত্ব ভিক্টোরিয়ার। এর আগে গ্রুপ পর্বে বার্সার বিপক্ষে ২-০ ও ইন্টার মিলানের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বাভারিয়ানরা।

আরও পড়ুন

×