ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুমিনুলদের আত্মবিশ্বাস ফেরানোর সিরিজ ভারতে

মুমিনুলদের আত্মবিশ্বাস ফেরানোর সিরিজ ভারতে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২ | ২১:১০ | আপডেট: ০৮ অক্টোবর ২০২২ | ২১:১০

বিসিবি একাদশের অন্তরালে টেস্টের ব্যাটাররাই খেলতে যাচ্ছেন ভারতে। তামিলনাড়ু একাদশের বিপক্ষে ব্যাটারদের আত্মবিশ্বাস ফেরানোর সিরিজ বলে মনে করেন অধিনায়ক মো. মিঠুন। 

গতকাল অফিসিয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতের প্রাদেশিক দলের বিপক্ষে দুই সংস্করণেই জিততে চেষ্টা করবেন তারা। সফরে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বিসিবি একাদশ। মুমিনুল হক, সাদমান ইসলামরা খেলবেন চার দিনের ম্যাচে। মিঠুন এটাকে দেখছেন মুমিনুলের আত্মবিশ্বাস ফেরানোর সিরিজ হিসেবে।

কোচ মিজানুর রহমান বাবুল ক্রিকেটারদের প্রস্তুত করেছেন জয়ের মানসিকতায়। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি জেতার জন্য খেললে শরীর, মন, মস্তিস্ক একইভাবে কাজ করবে। আমি তাদের সব সময় বলি, জেতার জন্য খেলব। কারণ আমি যদি বলি ভালো ক্রিকেট খেলব, তখন ব্যক্তিগত বিষয়গুলো এসে পড়ে। বাংলাদেশ 'এ' দল খেলছে মানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। তাই জেতার যদি মনমানসিকতা না থাকে ওপরে গিয়ে কীভাবে খেলবে। জিততে হবে সেই মনমানসিকতা নিয়ে খেললে ব্যক্তিগত পারফরম্যান্সগুলো দেখাতে পারবে।'

আরও পড়ুন

×