১৬ বছরের ব্রাজিলিয়ানের পিঠে ৭০ মিলিয়নের ট্যাগ

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২ | ০৯:০৬ | আপডেট: ০৯ অক্টোবর ২০২২ | ০৯:০৬
ব্রাজিলিয়ান প্রতিভা মানেই অল্প বয়সেই আলোয় চলে আসা এবং তাকে নিয়ে টানাটানি পড়ে যাওয়া। সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক ফিলিপেকে নিয়ে টানাটানি যেন একটু বেশিই।
মাত্র ১৬ বছর বয়স তার। ব্রাজিলের অনূর্ধ্ব-১৬ দলে চার ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন। শীর্ষ পর্যায়ের লিগ ফুটবলে সবে অভিষেক হয়েছে তার। পালমেইরার হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন পাঁচ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এন্ড্রিক।
এতেই ইউরোপের এলিট দলগুলো তার খোঁজ-খবর নেওয়া শুরু করেছে। অনেক ক্লাব তাকে দলে নেওয়ার জন্য খেলোয়াড়ের এজেন্ট ও ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার আগ্রহটা একটু বেশিই।
তাকে নিয়ে লা লিগার দুই শীর্ষ ক্লাবের আগ্রহ নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়রের কথা মনে করাচ্ছে। তাদেরও দলে পেতে মরিয়া ছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এর মধ্যে নেইমার পছন্দের ক্লাব বার্সা এবং ভিনি পছন্দের ক্লাব রিয়ালে যোগ দিয়েছেন।
এন্ড্রিকের ক্ষেত্রেও পছন্দ ব্যাপারটা গন্তব্য নির্ধারক হতে পারে। তবে যে ক্লাবেই তরুণ এই স্ট্রাইকার যাক বা যে ক্লাবই তাকে দলে নিক না কেন খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ। সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্তিভো দাবি করেছে, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরা তার পিঠে ৭০ মিলিয়ন ইউরোর ট্যাগ লাগিয়ে দিয়েছে।