ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সম্পর্কে ভাঙন, জানুয়ারিতেই পিএসজি ছাড়তে মরিয়া এমবাপ্পে

সম্পর্কে ভাঙন, জানুয়ারিতেই পিএসজি ছাড়তে মরিয়া এমবাপ্পে

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ০৯:০৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ০৯:০৮

নতুন চুক্তি করে প্যারিসে কিলিয়ান এমবাপ্পের রাজত্ব করার আশা চার মাস না যেতেই ভেঙে চুরমার হয়ে গেছে। পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্কে ভাঙন ধরেছে। পরিস্থিতি এতোটাই খারাপ যে, জানুয়ারির শীতকালীন মৌসুমে ক্লাব ছাড়তে চান তিনি। 

সংবাদ মাধ্যম গোল নিশ্চিত করেই এমন দাবি করেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা ও আরএমসি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দুই পক্ষের সম্পর্ক অবনতির খবর দিয়েছে। ফুটবল দলবদলের বিশেষজ্ঞ ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, পরিস্থিতি খুবই উদ্বেগের। যত দ্রুত সম্ভব ক্লাব ছাড়তে চান ফ্রান্সম্যান।

মৌসুমের শুরুতে ফ্রি এজেন্ট ছিলেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে তার জন্য বরণডালা সাজানো ছিল। কিন্তু অবাক করে পিএসজির সঙ্গে তিন মৌসুমের চুক্তি নবায়ন করেন তিনি। লস ব্লাঙ্কোস ভক্তদের মন ভাঙেন।   

নতুন চুক্তি করলেও রাজত্ব হাতে পাননি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ২৩ বছর বয়সী এমবাপ্পে। নেইমারের সঙ্গে পেনাল্টি শন নিয়ে দ্বন্দ্ব বাধে। কোচ গালতিয়ের তার চেয়ে মেসি-নেইমারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পছন্দের পজিশনে খেলাচ্ছেন না। ওদিকে মেসি-নেইমার ছাড়া তাকে এতিম বলে অ্যাখ্যা দিয়েছেন।  

ওই ঘটনায় এমবাপ্পে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। ইনস্টাগ্রামে ‘পিভোটাল গ্যাং’ পোস্ট দিয়ে পরেই ডিলেট করে দেন। মঙ্গলবার রাতে প্যারিসে বেনফিকার মুখোমুখি হবে দলটি। এরই মধ্যে এলো বোমার মতো শব্দ করে ফাঁটা এমবাপ্পের ক্লাব ছাড়তে চাওয়ার জোরালো গুঞ্জন। 

শুধু কোচ কিংবা নেইমারের সঙ্গে দ্বন্দ্ব নয় এমবাপ্পে পিএসজি কর্তৃপক্ষের ওপর কথা দিয়ে কথা না রাখায় নাখোশ। তার সঙ্গে চুক্তি নবায়ন করে ক্লাব প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টররা বলেছিলেন প্রজেক্ট দাঁড় করাবেন। কিন্তু সেটা করতে পারেননি। রবার্ট লেভানডভস্কি, উসমান ডেম্বেলে কিংবা বেনার্ড সিলভাকে পার্ক দেস প্রিন্সেসে আনতে পারেননি। এমনকি একটা ফোর্থ স্ট্রাইকার ও একজন সেন্ট্রাল ডিফেন্ডারও কিনতে পারেনি পিএসজি। 

প্যারিসে অখুশি এমবাপ্পে উঠে পড়ে লাগলে তাকে জানুয়ারির দলবদলে না হোক মৌসুম শেষে বিক্রি করতে বাধ্য হবে পিএসজি। চুক্তি নবায়ন করে নেওয়ায় ক্লাব এখন মোটা অঙ্কের অর্থও পাবে। তবে রিয়াল মাদ্রিদ ফ্রান্সম্যানকে কেনার ব্যাপারে পূর্বের অবস্থানে নেই। দরজা খোলা আছে কেবল লিভারপুলের। সেরা চারে থেকে ক্লাবটি লিগ মৌসুম শেষ করতে না পারলে ওই দরজাও বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন

×