টেস্টের পর ওয়ানডের দায়িত্বেও কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ০০:৫২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ০০:৫২
অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর থেকেই ফাঁকা অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের পদটি। অজিদের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা কম হয়নি। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ থেকে গ্লেন ম্যাক্সওয়েল-অ্যালেক্স ক্যারিদের নামও এসেছে সে তালিকায়। তবে শেষ পর্যন্ত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের হাতেই ওয়ানডের নেতৃত্বও তুলে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী নভেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন কামিন্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবৃতিতে বলা হয়, 'অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স। নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই দলের দায়িত্ব পালন করবেন তিনি।'
অস্ট্রেলিয়া ওয়ানডে দলের ২৭তম অধিনায়ক হলেন প্যাট কামিন্স। প্রথম পেসার হিসেবে সাদা বলে অজিদের নেতৃত্ব দেবেন তিনি। ওয়ানডে দলের দায়িত্ব পেয়ে কামিন্স বলেন, 'ফিঞ্চের অধীনে খেলা সব সময় উপভোগ করেছি এবং তার নেতৃত্বগুণ থেকে অনেক কিছু শিখেছি। ওয়ানডে দলটা অভিজ্ঞতায় ভরপুর হওয়ায় আমরা খুবই ভাগ্যবান।'
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও বেন অলিভার বলেন, 'তিন সংস্করণেই অধিনায়কত্ব করার মতো বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় পেয়ে আমরা ভাগ্যবান। পরবর্তী ধাপ অর্থাৎ ২০২৩ বিশ্বকাপের জন্য বোর্ড এবং নির্বাচকেরা কামিন্সকেই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আদর্শ মনে করেছেন।'
- বিষয় :
- অ্যারন ফিঞ্চ
- প্যাট কামিন্স
- অস্ট্রেলিয়া
- ওয়ানডে