জেমির সঙ্গে চুক্তিভঙ্গ, ব্যবস্থা নিল ফিফা

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ০৮:০৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ০৮:০৭
বাংলাদেশ ফুটবল দলের সাবেক কোচ জেমি ডে’র সঙ্গে নিয়ম না মেনে চুক্তিভঙ্গের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
বাফুফের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু নাঈম সোহাগ ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফিফা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জেমিকে দেওয়ার জন্য বলেছে। বিষয়টি নিয়ে ফেডারেশনের লিগ্যাল ডিপার্টমেন্ট পরবর্তী পদক্ষেপ নেবে।
বাফুফের পক্ষ থেকে জরিমানার অর্থের পরিমাণ নিশ্চিত করা হয়নি। তবে জানা গেছে এক কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। জেমি ডে’কে ২০২১ সালের সেপ্টেম্বরে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গত ১১ অক্টোবর জেমির অভিযোগের প্রেক্ষিতে বাফুফের বিরুদ্ধে শুনানি হয়।