ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ম্যাচ প্রিভিউ

মরক্কো ম্যাচে জ্বলে ওঠার প্রত্যাশায় হ্যাজার্ড

মরক্কো ম্যাচে জ্বলে ওঠার প্রত্যাশায় হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ | ০৩:৪৩

রাশিয়ায় তৃতীয় হয়েছিল বেলজিয়াম। অথচ এবার পুঁচকে কানাডার বিপক্ষে কপাল গুণে পার পেয়ে গেছে তারা। ১-০ গোলের ওই জয়ের পর বেলজিয়ামের সোনালি প্রজন্মের কড়া সমালোচনা হচ্ছে। অনেকেরই শঙ্কা, ডি ব্রুইন-হ্যাজার্ডরা কি সেরা সময় ফেলে এসেছেন! এই সমালোচনার সঙ্গে খুব বেশি দ্বিমত করেননি হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদের এই প্লেমেকারের মতে, তাঁদের বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ চলে গেছে। তাই বলে একেবারে ফুরিয়ে যাননি তাঁরা। কাতারে কাপ উঁচিয়ে ধরার মতো অভিজ্ঞতা ও সামর্থ্য আছে। সেটা তাঁরা আজ মরক্কোর বিপক্ষে দেখাবেন বলেও প্রত্যয়ী হ্যাজার্ড।

দোহার থুমামা স্টেডিয়ামে আজ মরক্কোকে হারাতে পারলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে বেলজিয়ামের। তবে কানাডার বিপক্ষে কোনোমতে পার পেয়ে যাওয়া 'রেড ডেভিল'রা মরক্কোর বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। আলফানসো ডেভিস পেনাল্টি মিস না করলে কানাডার বিপক্ষেই হয়তো ভিন্ন চিত্র দেখতে হতো বেলজিয়ামকে। আর 'অ্যাটলাস লায়ন'রা আগের ম্যাচে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে দাপটের সঙ্গে রুখে দিয়েছে। ডিয়াস-নাসেরিদের সামনে মডরিচ-পেরেসিচদেরই ম্রিয়মাণ লেগেছে। তবে সমস্যা হলো, সারা মাঠে দাপটে খেলেও প্রতিপক্ষের বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলেন মরক্কোর ফরোয়ার্ডরা। গত ম্যাচসহ বিশ্বকাপে তাদের ১৭ ম্যাচের ৯টিতেই গোল করতে পারেনি তারা। এ সমস্যা কাটিয়ে উঠতে পারলে আজ বেলজিয়ামের বিপদ আছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বেলজিয়াম দুই নম্বর দল। তবে দেশটির সোনালি প্রজন্মের খেলোয়াড়দের অধিকাংশের বয়স ত্রিশের কোটায়। হয়তো এ কারণেই তাদের খেলায় ভাটার টান লেগেছে বলে মনে করছেন ৩১ বছরের হ্যাজার্ড।

আরও পড়ুন

×