সাক্ষাৎকার
রিয়ালকে বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত: এনড্রিক

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১১:০০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১১:০৯
প্রতি বছর একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। সদ্য অনুষ্ঠিত ওই ম্যাচে খেলেছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করা ১৬ বছর বয়সী ব্রাজিলিয়ান উঠতি তারকা এনড্রিক। সাভিও, জালদিনহা, ডিজান পেটকোভিকের মতো কিংবদন্তিরা ওই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন।
ষাট হাজার দর্শক উপস্থিত ছিলেন। ওই ভরা গ্যালারির সামনে তিন গোল করেছেন স্ট্রাইকার এনড্রিক। এরপর সংবাদ মাধ্যম মার্কাকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কারণ, লক্ষ্য সম্পর্কে কথা বলেছেন।
প্রশ্ন: রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির ঘোষণা আসার পর কেমন লাগছে?
এনড্রিক: আমি খুব খুশি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তবে আমার পা মাটিতেই আছে। আমি এখনও কিছুই জিতিনি। এই পর্যায়ে আনার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভবিষ্যতও ঈশ্বরের হাতে। ২০২৪ সালে যখন রিয়ালে যাবো, আশা করছি ভালো সময় কাটাতে পারবো। আমি এখন পালমেইরাতে আছি। তবে এখনই আমি রিয়াল মাদ্রিদকে সমর্থন করছি। ভিনিসিয়াস জুনিয়র আমার বন্ধু। আশা করছি তার এবং এদের মিলিতাও, রদ্রিগোর খুবই ভালো মৌসুম কাটবে। রিয়াল আরও অনেক চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং সুপার কোপা জিতবে।
প্রশ্ন: রিয়াল মাদ্রিদকে কেন বেছে নিলেন? আপনার হাতে তো আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল...
এনড্রিক: রিয়াল মাদ্রিদ খুবই বড় ক্লাব। বন্ধু ভিনিসিয়াস আমাকে বার্তা পাঠিয়ে ভরসা দিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো আমার আইডল, তিনিও রিয়ালে খেলেছেন। সেজন্য রিয়ালকে পছন্দ করেছি এবং আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছেন এবং সেরা পথটা দেখিয়েছেন।
প্রশ্ন: সম্প্রতি ভিনির সঙ্গে সময় কাটিয়েছেন। আপনাকে কী পরামর্শ দিয়েছেন তিনি? কী বলেছেন?
এনড্রিক: বেশ কিছু উপদেশ দিয়েছেন। সেগুলো এখন বলতে পারবো না। কারণ অনেক কথা হয়েছে। তিনি শুধু বর্তমানের জন্য নয় সারা জীবন কাজে লাগে এমন অনেক কথা বলেছেন। সেগুলো নিজের মধ্যে রাখতে চাই। তিনি আমার বন্ধু এবং আশা করছি এই বন্ধুত্ব অনেক বছর থাকবে। আশা করছি তার সঙ্গে অনেক বল পাস দেওয়া-নেওয়া করবো এবং গোল করবো।
প্রশ্ন: কার্লো আনচেলত্তি বা রিয়ালের অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা হয়েছে?
এনড্রিক: হ্যা, কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলেছি। এছাড়া, রদ্রিগো, মিলিতাও, রিয়ালে যে ব্রাজিলিয়ানরা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। জীবনে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আশা করছি আরও অনেক কিছু আমার জন্য অপেক্ষা করছে। শুধু পা মাটিতে রেখে চলতে চাই। মানবিক হতে চাই।
প্রশ্ন: ম্যাচে তো বেশ মজা করলেন, গোলও পেলেন...
এনড্রিক: খুব সিরিয়াসলি খেলিনি। ম্যাচটা অবশ্য হারতেও চাইনি। আমার মনে হয় ভালো ম্যাচ হয়েছে, সকলেই উপভোগ করেছেন। এখন আমি অনুশীলনের জন্য সাও পাওলো ফিরে যাবো। পরবর্তী মৌসুমের জন্য ফিট থাকতে যা সবচেয়ে বেশি দরকার।