ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পান্তকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার নির্দেশ

পান্তকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার নির্দেশ

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ১০:৫৫ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ১০:৫৮

ভারতীয় জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। বুধবার বোর্ডের মেডিকেল বিভাগের সঙ্গে বৈঠক করে পান্তের শারীরিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় পড়ে অন্যান্য আঘাতের পাশাপাশি পান্তের পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে। তিনি দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানকার চিকিৎসক এবং বিসিসিআই-এর চিকিৎসকরা একাধিক বৈঠক করে সম্মত হয়েছেন যে, বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পান্তের লিগামেন্টে দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। সেজন্য ভারতীয় বোর্ডের ওই সিদ্ধান্ত।   

গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজ বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায়র শিকার হন ঋষভ পান্ত। তার গাড়িতে আগুন ধরে পুরোপুরি পুড়ে গেছে। গাড়ির কাঁচ ভেঙে প্রাণে বাঁচেন বাঁ-হাতি এই মারকুটে ব্যাটার। তার শরীরের নানা জায়গায় জখম হয়েছে। বাঁ-ভ্রু কেটে গেছে ও পুড়ে গেছে। সেখানে প্লাস্টিক সার্জারিও করানো হয়েছে। 

দুর্ঘটনায় পান্তের শরীরের কোন হাঁড় না ভাঙলেও পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। যার প্রয়োজনীয় চিকিৎসা দেরাদুনের ম্যাক্স হাসপাতালে হচ্ছে না বলে সম্মত হয়েছে বিসিসিআই-এর মেডিকেল বিভাগ। লিগামেন্ট ইনজুরির চিকিৎসা নিতে দেরি করলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ঋষভের। এমনকি তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিয়েও শঙ্কা আছে। 

এক বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছে, লিগামেন্ট ছিড়ে যাওয়ায় পান্তের পায়ে সার্জারি করাতে হবে। অস্ত্রোপচার থেকে তার সেরে ওঠার প্রক্রিয়া বোর্ডের মেডিকেল বিভাগ পর্যবেক্ষণ করবে। বোর্ড তার সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করকে এবং তাকে সর্বাত্মক সহায়তা করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মুম্বাইয়ে পান্তের অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা দেবেন ডা. দিনশাহ পারডিওয়ালা। তিনি এর আগে শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, জাসপ্রিত বুমরাহ এবং রবিন্দ্র জাদেজার লিগামেন্টের চিকিৎসা করিয়েছেন। এছাড়া একাধিক ক্রীড়াবিদ তার অধীনে সফল অস্ত্রোপচার করিয়েছেন। তিনি সেন্টার ফর স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আরও পড়ুন

×