ভুল আম্পারিংয়ে সৌম্যর আউট নিয়ে নাটক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ১১:৩৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ১১:৩৯
বিপিএলে অব্যবস্থাপনা-অনিয়ম নিয়ে কম কথা হয়নি। শুরু থেকেই হযবরল ভাবে শুরু হয়েছে বিপিএলের নবম আসর। এবার শুরু হলো বরাবরের মতো আম্পায়ারিং বিতর্ক। ভুলভাল আম্পায়ারিংয়ে বিপিএল নিয়ে শুরু হলো নতুন আলোচনা। সৌম্যকে একবার আউট দেয় আম্পায়ার, রিভিউ নেয় সৌম্য এরপর টিভি আম্পায়ার সেটি বহাল রাখার কিছুক্ষণ পরেই আবার নট আউটের ঘোষণা দেয়।
বিতর্কিত এই ঘটনা ঘটেছে ঢাকা ডমিনেটর্সের ব্যাটিং চলাকালীন ইনিংসের ষষ্ঠ ওভারে। নাসুম আহমেদের করা ওভারের তৃতীয় বলে ঢাকার ব্যাটার সৌম্য সরকারকে লেগ বিফোরের আউট দেন আম্পায়ার মোর্শেদ আলি খান। আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সৌম্য। সঙ্গে সঙ্গে জানিয়ে দেন রিভিউ নিতে চান তিনি।
রিভিউ হিসেবে এবার বিপিএলে ছিল বিকল্প ডিআরএস। স্লো মোশনে ভিডিও দেখে আন্দাজের মাধ্যমে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। রিভিউতেও সৌম্যকে আউট দিলে সৃষ্টি হয় বিতর্ক। সৌম্য বিরক্তি প্রকাশ করেন মাঠেই। এমন সময় টিভি আম্পায়ার আবার জানিয়ে দিলেন আউট হননি সৌম্য। এবার সৌম্য শান্ত হতেই মাঠের আম্পায়ারদের ঘিরে ধরেন তামিমসহ খুলনার ক্রিকেটাররা।
আম্পায়ারদের এমন সিদ্ধান্তহীনতার কারণে হতাশা প্রকাশ করতে দেখা যায় টাইগারদের ওয়ানডে অধিনায়ককে। অনেকটা সময় আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তামিমকে। শেষ পর্যন্ত নটআউটের সিদ্ধান্তই বহাল থাকে।
যদিও সৌম্য এরপর বেশিদূর এগোতে পারেননি। ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ আউট হয়ে ১৬ রানে ফিরে যান এই ব্যাটার।
এর আগে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান তুলতে সক্ষম হয়েছে খুলনা। নাসিরদের জিততে হলে করতে হবে ১১৪ রান।