ইনজুরিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে নেই হেনরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩ | ১১:০৩ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ | ১১:০৪
তলপেটের চোটে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। করাচিতে দুই দলের দ্বিতীয় টেস্টের শেষ দিন এই ইনজুরিতে পড়েছেন কিউই ফাস্ট বোলার। এছাড়া ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজে ম্যাট হেনরিকে পাবে না কিউইরা। টেস্ট দলের যারা ওয়ানডে স্কোয়াডে নেই, তাদের সঙ্গে দেশে ফিরে যাবেন হেনরি। এখনও তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি।
হেনরির অনুপস্থিতিতে একাদশের দরজা খুলে যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা হেনরি শিপলির। ঘরোয়া ক্রিকেটে গত দুই বছরে ক্যান্টারবুরির হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে ২৬ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার সাদা বলের সিরিজের দলে ডাক পান।
পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সোমবার। পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। ভারত সফরের তিন ওয়ানডে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি। ভারতে তিনটি টি-টোয়েন্টিও খেলবে কিউইরা।
- বিষয় :
- ম্যাট হেনরি
- নিউজিল্যান্ড
- ইনজুরি