চোট সারিয়ে ফিরতেই ছিটকে গেলেন বুমরাহ
-samakal-63bbe964395b5.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১০:১৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১০:১৬
ইনজুরি যেন পিছু ছাড়ছে না ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর। তাকে ছাড়াই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ খেলেছে ভারত। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-২০ ম্যাচ খেলেছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেও ছয় দিনের মাথায় ছিটকেও গেলেন ভারতীয় ডানহাতি পেসার বুমরাহ।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন না তিনি। বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমন্ট। সেই কারণেই বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত। খবর ক্রিকবাজের।
এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট রয়েছে। তাছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজও খেলতে হবে রোহিতদের। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় পেসারকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেই কারণে তাকে দলে রেখেও না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রস্তুতিতে নেমে পড়েছে দল। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এবার রোহিতের অধীনে ওয়ানডের ২২ গজে নামবে দল। নজর থাকবে বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের দিকে।