ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পারলেন না নাসির, ছুটছে সাকিবদের জয়রথ

পারলেন না নাসির, ছুটছে সাকিবদের জয়রথ

ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১৬:৪২

হেরে আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর সাকিব আল হাসানের দল চলতি বিপিএলে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে। শুক্রবার নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স শেষ ওভারের আগ পর্যন্ত সাকিবের দলকে চাপে রেখেছিল। অধিনায়ক নাসির ভালো ব্যাট করলেও শেষ পর্যন্ত ১৩ রানে হেরেছে তারা। 

টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল এদিন ১০.৩ ওভারে ৮৯ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে ইফতেখার ও মাহমুদুল্লাহর ব্যাটে ১৭৩ রানের সংগ্রহ পায় দলটি। পাঁচ ব্যাটার ফিরে যাওয়ার পর সাকিব ক্রিজে এসে ১৭ বলে ৩০ রানের পাল্টা দেওয়া ইনিংস খেলেন। 

এরপর ইফতেখার ও মাহমুদুল্লাহ জুটি গড়েন। তারা যোগ করেন ৮৪ রান। এর মধ্যে মাহমুদুল্লাহ ৩১ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। দুটি চার ও একটা ছক্কা মারেন তিনি। তবে পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখার ৩৪ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন এই ব্যাটার। 

জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে পারে ঢাকা ডমিনেটর্স। তারা ওপেনি জুটিতে ৪৬ রান তোলে। তবে ৫৯ রানের মধ্যে হারায় তৃতীয় উইকেট। চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেন ৮৯ রানের জুটি গড়েন। ওই জুটিতে জয়ের লড়াইয়ে ছিল ঢাকা। 

কিন্তু মোহাম্মদ মিঠুন ৩৮ বলে ৪৭ রান করে ফিরে যান। প্রয়োজন মিটিয়ে রান তুলতে পারেননি তিনি। নাসির হোসেন ৩৬ বলে তিন চার ও দুই ছক্কায় ৫৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তারা স্লগে দলের প্রয়োজন মেটাতে পারেননি। এর আগে সিলেটের বিপক্ষে বরিশাল নিজেদের প্রথম ম্যাচে হারে। এরপর রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুরের বিপক্ষে দ্বিতীয় দেখায় ও ঢাকার বিপক্ষে জয় পেয়েছে। 

আরও পড়ুন

×