টিকে থাকার ম্যাচে টস হেরে বোলিংয়ে ঢাকা
-samakal-63d8c72fc9045.jpg)
ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৭:৪৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৭:৪৫
জিতলে টিকে থাকবে শেষ চারের আশা, হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে নাসির হোসেনরা। এমন সমীকরণের ম্যাচে টস হেরেছে ঢাকা। বরিশাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আজ জিতলেই সুপার ফোর নিশ্চিত হবে বরিশালের।
দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বরিশাল। কামরুল ইসলাম রাব্বির বদলে এসেছেন স্পিনার সানজামুল ইসলাম। এছাড়াও দলে ফিরেছেন ইব্রাহিম জাদরান। ঢাকা ডমিনেটর্স একাদশে আজ তিন পরিবর্তন। এবারের বিপিএলে প্রথমবারের মতো খেলতে নামছেন শরিফুল ইসলাম। প্রথমবারের মতো মাঠে নামছেন আবদুল্লাহ আল মামুনও। এছাড়া দলে এসেছেন মুক্তার আলী।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, সালমান হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াশিম।
ঢাকা ডমিনেটর্স: নাসির হোসেন (অধিনায়ক), মুক্তার আলী, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আরিফুল হক, অ্যালেক্স ব্লেক, সালমান ইরশাদ, উসমান গণি, শরিফুল ইসলাম, আমির হামজা হোতাক, আবদুল্লাহ আল মামুন।
- বিষয় :
- বিপিএল-২০২৩
- ঢাকা-বরিশাল