ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রিমিয়ার লিগে এসে চেলসিতে কৃতজ্ঞ এনজো

প্রিমিয়ার লিগে এসে চেলসিতে কৃতজ্ঞ এনজো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:২৫ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:২৫

এনজো ফার্নান্দেজের জন্য এমন পাগলামির কারণটা অনেকেই জানতে চান। তেমনটি হয়তো ক্লাবটির চেয়ারম্যান ও সহ-নিয়ন্ত্রক বোহেলি ও এগবালিও জানেন। সে জন্যই এক বার্তায় জানিয়ে দেওয়া- কেন তাকে নিয়ে এত টানা-হেঁচড়া করেছে ব্লুজরা। মালিকানা বদলের পর নতুন করে ক্লাবটি ঘোচাতে নামে বোহেলি ও এগবালি। কোচ বদলানো হয়, একাধিক খেলোয়াড় বেচে দেন। এর পর শুরু নতুন রিক্রুট। সব রেকর্ড চুরমার করে দলবদলের শেষ দিন অবধি চমক দেখিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। সর্বশেষ যে এনজোর ওপর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকেও কেনে রেকর্ড ফি দিয়ে।

কয়েক ঘণ্টা পরই বন্ধ হতো ট্রান্সফার উইন্ডোটা। ঠিক তখনই আসে ঘোষণা, রেকর্ড ১২১ মিলিয়ন ইউরোতে বেনফিকাকে মেনেজ করে এনজোকে কিনে ফেলেছে চেলসি। রাতভর হইচই। সব রেকর্ড ভেঙে সবাইকে চমকে দিয়ে শেষ পর্যন্ত এনজো হয়ে গেলেন চেলসির তারকা। 

বিশ্বকাপে আলো ছড়িয়ে সবার নজরে আসা এই আর্জেন্টাইনের মধ্যে দারুণ প্রতিভা দেখেছে চেলসির মালিক পক্ষ। যে কারণে তার পিছু ছাড়েননি তারা। ক্লাবের ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়, 'আমরা বিশ্বকাপজয়ী একজনকে পেলাম। আমরা মনে করি, তিনি এই সময়ে বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড়। আমরা খুবই রোমাঞ্চিত তাঁকে দলে আনতে পেরে। আমরা নিশ্চিত, তিনি এই দলটিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবেন।'

এদিকে চেলসিতে আসতে পেরে এনজোও মহাখুশি। হয়তো তাদের সঙ্গে যাত্রাটা ছিল তার তিক্ততায় পূর্ণ। সে সময় বেনফিকা ১২০ মিলিয়ন ইউরো চাইলেও কথা দিয়ে কথা রাখেনি চেলসি। আলোচনার টেবিলে তারা এনজোর জন্য ৮০ থেকে ৮৫ মিলিয়নের প্রস্তাব দেয়। যেটা দেখে রেগেমেগে আগুন হয়ে যান বেনফিকার কর্তারা। এর পর পুরোপুরি আলোচনার দুয়ার বন্ধ হয়ে যায় চেলসির জন্য। পরে নমনীয় হলে আবার প্রস্তাব পাঠায়। তাতেই এনজোকে কেনার নতুন দ্বার উন্মোচিত হয়। তবে বেনফিকা অধ্যায় শেষ করে চেলসিতে পা রাখা। এনজো বললেন, 'আমি খুবই কৃতজ্ঞ, বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবে আসতে পেরে।' 

আজ চেলসি নামবে ফুলহামের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে এনজোর প্রিমিয়ার লিগে অভিষেক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা, মাত্রই লন্ডনে এলেন তিনি। এখনও অনেক কাজ বাকি, তা ছাড়া নতুন পরিবেশে মানিয়ে নেওয়ারও একটা চ্যালেঞ্জ থাকে।

আরও পড়ুন

×