মেসি ১০, নেইমার ১১ নম্বর পরলেন কেন?

ছবি: টু্ইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:৩৩ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:৩৩
কাপ দে ফ্রান্সের ম্যাচে শেষ ষোলোয় হেরে বিদায় নিয়েছে পিএসজি। মার্সেইয়ের মাঠে গিয়ে ২-১ গোলে হেরেছে লিওনেলে মেসি, নেইমার জুনিয়রের দল। কিলিয়ান এমবাপ্পের অভাব পূরণ করতে পারেননি তারা। মার্সেই-এর সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণও তুলতে পারেননি।
ওই ম্যাচে হুট করে ভক্তদের মাথা গুলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। মার্সেই-এর মাঠে লিওনেল মেসির জার্সির পেছনে খেলা ১০। অথচ তাকে নিয়মিত দেখা যায় ৩০ নম্বর জার্সি পরে খেলতে। অন্যদিকে নেইমার জুনিয়রের পিঠে ১১ নম্বর জার্সি। তিনি খেলেন নাম্বার টেন পরে।
তাদের দু’জনের জার্সি বদলের অবশ্য একটা কারণ আছে। ফ্রান্স লিগ কাপে নিয়ম অনুযায়ী, শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের ১ থেকে ১১ নম্বর জার্সি পরতে হবে। ওই কারণে লিগে ৩০ নম্বর জার্সিতে খেলা মেসিকে জার্সি নম্বর পরিবর্তন করতেই হতো।
কিন্তু তিনি ১১ নম্বর না পরে ১০ নম্বর কেন পরলেন? তারও কারণ আছে। ফ্রান্স কাপে আগের ম্যাচে নিঁস-এর বিপক্ষে খেলতে পারেননি নেইমার জুনিয়র। ওই ম্যাচে মাঠে ছিলেন লিও। তিনি ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। সেজন্য মার্সেই-এর বিপক্ষেও নাম্বার টেন পরে মাঠে নামেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
মেসি বার্সেলোনায় তার ক্যারিয়ার শুরু করেছিলেন ৩০ নম্বর জার্সি পরে। ২০০৪-২০০৫ মৌসুমে কাতালানদের জার্সিতে অভিষেক হয় তার। দুই বছর পরে তিনি ১৯ নম্বর জার্সি পরে খেলতে শুরু করেন। কারণ লা লিগা কর্তৃপক্ষের নিয়ম ছিল, প্রথম দলে থাকা খেলোয়াড়দের জার্সি নম্বর ২৫-এর মধ্যে হতে হবে। এরপর ২০০৮-০৯ মৌসুমে দশ নম্বর জার্সি পরে সেটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।