ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সমকাল কার্যালয়ে স্বর্ণজয়ী ইমরানুর

সমকাল কার্যালয়ে স্বর্ণজয়ী ইমরানুর

ইমরানুরের হাতে শুভেচ্ছা হিসেবে সমকাল পত্রিকা তুলে দেওয়া হয়।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:২২

কয়েকদিন আগে কাজাখস্তানের আস্তানার ট্র্যাক এন্ড ফিল্ডে তুলেছিলেন গতির ঝড়। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে গড়েছেন ইতিহাস। স্বাধীনতা পরবর্তী সময়ে যার হাত ধরে বাংলাদেশের অ্যাথলেটিকসে এতবড় সাফল্য এসেছে সেই ইমরানুর রহমান বুধবার দৈনিক সমকাল কার্যালয়ে আসেন। 

দুপুর ১টায় বাংলাদেশ অ্যাথলেটিকসের নতুন রাজপুত্রকে বরণ করে নেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন। তার সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলেন উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। এ সময় শুভেচ্ছা হিসেবে তার হাতে সমকাল পত্রিকা তুলে দেওয়া হয়। 

লন্ডন প্রবাসী এ স্প্রিন্টারও তার অ্যাথলেটিকসে উঠে আসার গল্প শুনিয়েছেন। ইমরানের বাবা-মা সিলেটের। তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। লন্ডনে একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের চাকরি করেন। বাড়তি সময়ে অন্য একটি কাজে সময় দেন। এরপর নিয়মিত স্প্রিন্টের জন্য অনুশীলন করেন। 

সমকাল কার্যালয়ে স্বর্ণজয়ী ইমরানুর। 

ইমরানের জীবনের নানান গল্প শুনে মুগ্ধ হয়েছেন উপস্থিত সকলে। ফুটবলার হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়ে অ্যাথলেটিকসে নাম লিখিয়ে যে ভুল করেননি তা এখন প্রমাণিত। 

তাকে তুলে আনার কারিগর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুর রকিব মন্টু  জানিয়েছেন, কতটা বাধা-বিপত্তি পাড়ি দেওয়ার পর এই সাফল্য এসেছে। এই সময় উপস্থিত ছিলেন সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল, ক্রীড়া প্রতিবেদক সাখাওয়াত হোসেন জয়।

আরও পড়ুন

×