ক্লপের রিয়াল বধের ছকে কাঁধের ইনজুরির নুনিয়েজ

নিউক্যাসল ম্যাচে কাঁধের ইনজুরিতে নুনিয়েজ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৪১
লিগ টেবিলে চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সেইন্ট জেমস পার্কে ২-০ গোলে জিতেছে লিভারপুল। ওই জয়ের ম্যাচেও দুঃসংবাদ পেয়েছে রেড ডেভিলস কোচ জার্গেন ক্লপ। মৌসুমে একের পর এক ইনজুরি বাধায় জর্জরিত হয়ে লিগ টেবিলে সেরা চারে থাকার লড়াই থেকে একপ্রকার ছিটকে গেছে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে কাঁধের ইনজুরিতে পড়েছেন দলটির তরুণ স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ। তবে মঙ্গলবার রাতের ম্যাচে তাকে পরিকল্পনায় রেখেই রিয়ার মাদ্রিদকে হারানোর ছক কষছেন রেডস বস জার্গেন ক্লপ।
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে হেরেছে লিভারপুল। এর আগে ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও রিয়ালে স্বপ্নভঙ্গ হয় লিভারপুলের। এবার প্রতিশোধ নেওয়ার ম্যাচের আগে ক্লপ বলেছেন, ‘ওই ম্যাচটা গত সপ্তাহেও দেখেছি। হারের কিছু কারণও পেয়েছি আমি। আমরা ওই ম্যাচে ভালো খেলেছি, কিন্তু জয়সূচক গোল পেয়েছে তারা। কীভাবে আত্মবিশ্বাস ধরে রাখতে হয় এটা রিয়ালের থেকে শেখার বিষয়।’
চলতি মৌসুমে সব মিলিয়ে ১১ গোল করা উরুগুইয়ান স্ট্রাইকার নুনিয়েজের খেলার বিষয়ে ক্লপ বলেন, ‘তার খেলার সম্ভাবনা আছে। ব্যথার সঙ্গে সে কতটা মানিয়ে নিতে পারে তা জানতে অপেক্ষা করতে হবে।’ নুনিয়েজ ফিরুক বা না ফিরুক রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের সেরাটা না খেললে জেতা সম্ভব নয় বলেও উল্লেখ করেছেন ক্লপ।