ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিয়ে করছেন ক্রিকেটার সাইফউদ্দিন

বিয়ে করছেন ক্রিকেটার সাইফউদ্দিন

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩ | ১২:৪৬ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ১২:৪৬

জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বিয়ে করছেন। বৃহস্পতিবার নিজ শহর ফেনীতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

সাইফউদ্দিনের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কনের নাম ঝরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। 

দ্বিতীয় ছেলে সাইফ জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করদে যাওয়ায় তার মা জহুরা বেগম সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। 

বিয়ে করছেন সাইফউদ্দিন। 

ইনজুরির কারণে সাইফউদ্দিন অনেকদিন জাতীয় দলের বাইরে আছেন। ২০২১ সালের জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। ইনজুরি থেকে ফিরে টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলেছিলেন তিনি। তবে পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ দলে রাখা হয়নি। সম্প্রতি শেষ হওয়া বিপিএলেও ভালো ছন্দে ছিলেন না এই পেস অলরাউন্ডার। 

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আর। ছুটি থাকায় তাই বিয়ের কাজ সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।

আরও পড়ুন

×