আইপিএলের সঙ্গে টেস্টের ফাইনালও শেষ আইয়ারের

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১৩:৩০ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ১৩:৩০
সার্জারি করলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। সেজন্য ন্যাশনাল ক্রিকেট একাডেমির (ভারত) বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করে শ্রেয়াস আইয়ারের সার্জারি না করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকের ছুরির নিচে যেতেই হচ্ছে তার।
সংবাদ মাধ্যম ক্রিকইনফো দাবি করেছে যে, কোমরের ইনজুরিতে পড়া আইয়ার সার্জারি করাতে দেশের বাইরে যাবেন। যে কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমের আইপিএলে খেলা হবে না তার। সঙ্গে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না তিনি।
ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসে ইনজুরিতে পড়েছিলেন আইয়ার। কোমরের নিচের ডিস্কে ব্যথা অনুভব করছিলেন তিনি। সেজন্য ঘরের মাঠে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। ইনজুরিতে থেকে সেরে উঠতে ছয়টি ইনজেকশন নিয়েও সুস্থ হননি তিনি।
এর আগে আইপিএলে তার দল নাইট রাইডার্স কর্তৃপক্ষ আশা করেছিল আসরের মাঝ পথে যোগ দিতে পারবেন আইয়ার। সেটা সম্ভব হচ্ছে না। তার জায়গায় কলকাতা নিতিশ রানাকে অধিনায়ক ঘোষণা করেছে। বাংলাদেশের সাকিব আল হাসান কলকাতা শিবিরে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইয়ার ছিটকে গেছেন। সব মিলিয়ে শুরুতেই নাইটদের আইপিএল যাত্রা কঠিন হয়ে গেল।
- বিষয় :
- আইপিএল-২০২৩
- শ্রেয়াস আইয়ার
- ইনজুরিতে আইয়ার