টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাহানে

ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানে (বাঁয়ে) ও বিরাট কোহলি। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ০৬:৫৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ০৬:৫৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওভালে ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। টেস্ট বিশ্বকাপের ওই ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার আজিঙ্কা রাহানে।
ভারতের ৩৫ বছর বয়সী রাহানের ক্যারিয়ার শেষ ধরে নেওয়া হয়েছিল। ২০১৬ সালে শেষ আন্তর্জাতিক টি-২০ এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। তবে দাপটের সঙ্গে খেলছিলেন আন্তর্জাতিক টেস্ট। লাল বলের দল থেকেও ২০২২ সালের জানুয়ারির পর বাদ পড়ে যান ডানহাতি এই ব্যাটার।
এরপর রাহানে আইপিএলেও দল পাচ্ছিলেন না। চেন্নাই সুপার কিংস দলে নিয়ে ওই রাহানেকে আবার চেনা পথে ফিরিয়েছেন। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেলেন তিনি। ডাক পেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে।
এর বাইরে ভারতের টেস্ট দলে নিয়মিত ক্রিকেটাররা ডাক পেয়েছেন। ইনজুরির কারণে জাসপ্রিত বুমরাহ ফিরতে পারেননি। তার জায়গায় নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার জয়দেব উদানকাতকে। রাহানেকে ফেরানো হয়েছে ইনজুরিতে পড়া শ্রেয়াস আয়ারের জায়গায়। এছাড়া সূর্যকুমার যাদব বাদ পড়েছেন।
ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএল রাহুল, শ্রীকর ভারত, রবিশচন্দন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।