বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে
ইংল্যান্ডেও জয়ের ফুল ফোটাতে চান তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৯:২৭
ইংল্যান্ডের তাপমাত্রা এখন ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আকাশে মেঘের আনাগোনা থাকায় এই তাপমাত্রাতেও হাড়ে কাঁপন ধরায় ঝিরিঝিরি বাতাস। নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের যেটা তীব্র শীতের অনুভূতি দিচ্ছে। এ ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে লম্বা কিছু অনুশীলন সেশনের প্রয়োজন হয়। গত আট দিনে টাইগারদের পক্ষে যেটা করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। মাঝে এক দিন আবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের কারণে ছুটি ছিল ইংল্যান্ডে। সব মিলিয়ে এসেক্সে দুটি অনুশীলন সেশন করা গেছে, যেটাকে অপর্যাপ্ত মনে করছেন অধিনায়ক তামিম ইকবাল। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সুপার লিগের সিরিজে বাংলাদেশি ক্রিকেটারদের ভরসা তাই মানসিক প্রস্তুতি। অর্থাৎ গত কয়েক মাস দেশের মাটিতে ভারত, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ সিরিজেও ভালো শুরু পেতে চায় টাইগার বাহিনী। অধিনায়ক তামিমের ভাষায়, অভিন্ন লক্ষ্য নিয়ে চেমসফোর্ডের ‘চেরি ব্লোজম’-এর রঙিন শহরে জয়ের ফুল ফোটাবেন তাঁরা।
গতকাল এসেক্সের আকাশ মেঘলা থাকলেও অনুশীলন করার পরিবেশ ছিল। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর এদিন ম্যাচ ভেন্যু এসেক্সের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে গিয়েছিলেন ক্রিকেটাররা। অনুশীলনও করেছেন সেখানে। পিচ দেখে একাদশ সমন্বয় ইস্যুতে আলাপ-আলোচনা শেষে একটা যৌক্তিক সিদ্ধান্তে উপনীতও হতে পেরেছেন সবাই। পাঁচজন নিয়মিত ব্যাটারের সঙ্গে দু’জন অলরাউন্ডার আর চারজন বোলার নিয়ে একাদশ সাজানোর চিন্তা-ভাবনা। এর কারণও রয়েছে, ছয়জন বোলার থাকলে অধিনায়কের জন্য সুবিধা হয়। সে ক্ষেত্রে তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেনের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। আলাপ-আলোচনা যাই হোক না কেন, একাদশ চূড়ান্ত হবে আজ সকালে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘সে (মিরাজ) নিখাদ ব্যাটার। টেস্ট এবং ওয়ানডেতে শতক রয়েছে। আমরা তাকে অলরাউন্ডার হিসেবে মূল্যায়ন করি। আমাদের আরেকজন অলরাউন্ডার রয়েছে– সাকিব আল হাসান। আমরা কম্বিনেশন করার ক্ষেত্রে সৌভাগ্যবান। অতিরিক্ত ব্যাটার বা বোলার নিয়ে খেলতে পারি। যদিও একাদশ ঠিক হবে কাল (আজ) সকালে।
বিশ্বকাপ সুপার লিগের সিরিজ হওয়ায় কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক তামিম ইকবাল সেরা দল নিয়েই খেলতে গেছেন। অর্থাৎ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলা ক্রিকেটাররাই সুযোগ পেয়েছেন ইংল্যান্ডে খেলার। আজকের ম্যাচে তাই পরীক্ষা–নিরীক্ষা করা হবে না। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা থাকবে প্রথম দুই ম্যাচ সেরাদের নিয়ে খেলে সিরিজ নিশ্চিত করে শেষ ম্যাচে এক-দুটি জায়গা পরখ করে দেখা।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এসেক্স থেকে গতকাল ফোনে জানান, আবহাওয়ার পূর্বাভাস মেঘলা থাকলেও খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি না হলে ঢাকায় বসেও আইসিসি টিভির অনলাইনে ম্যাচ দেখা যাবে। ক্রিকেট অনুরাগী বাংলাদেশিদের আইসিসি টিভিতে খেলা দেখতে হচ্ছে এ কারণে, দেশের কোনো টিভি চ্যানেল জাতীয় দলের খেলা দেখাতে আগ্রহ দেখায়নি। ক্রিকেট-সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া গেছে, আইপিএল থাকায় বাংলাদেশের খেলা নিয়ে আগ্রহ নেই দুটি টিভি চ্যানেলের। সে যাই হোক, গণমানুষ খেলা দেখতে পান বা নাই পান চেমসফোর্ডে বাংলাদেশ আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজ খেলতে নামছে।
বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের সেরা আট দল অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। বাংলাদেশসহ সাতটি দেশই বিশ্বকাপ সরাসরি খেলা নিশ্চিত করে ফেলেছে। বাকি রয়েছে একটি স্লট, যার জন্য লড়াই হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের মধ্যে। প্রোটিয়ারা ২১টি ম্যাচ খেলে ৯টিতে জিতে টেবিলের অষ্টম স্থানে থাকলেও বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ওপর নির্ভর করছে জায়গা ধরে রাখার বিষয়টি। ৬৮ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থাকা আইরিশরা টাইগারদের হোয়াইটওয়াশ করলে দক্ষিণ আফ্রিকার সমান পয়েন্ট হবে। সে ক্ষেত্রে রানগড়ে এগিয়ে থাকা দল ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এ কারণে তিন ম্যাচের এ সিরিজ থেকে পুরো পয়েন্ট পেতে মরিয়া হয়ে খেলার চেষ্টা থাকবে স্বাগতিকদের। ইউরোপের কন্ডিশনে ভালোও খেলে তারা। পাকিস্তান, ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকেও হারানোর রেকর্ড রয়েছে। বাংলাদেশকে যা সামান্য হলেও ভাবাবে। তাই বলে কিছুদিন আগে সিলেটে হোয়াইটওয়াশ হয়ে যাওয়া আইরিশরা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার দিবাস্বপ্ন দেখছে, তা ভাবার কারণ নেই। বরং বাংলাদেশ দলের চেষ্টা থাকবে স্বাগতিক আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ১৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে যাওয়া।