সৌদি ক্লাবে বার্সার দুই সতীর্থকে নিয়ে যাচ্ছেন মেসি

সৌদি লিগে মেসি, বুসকেটস ও আলবার যোগ দেওয়ার জোর সম্ভাবনা আছে। ছবি: গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১১:০৪ | আপডেট: ০৯ মে ২০২৩ | ১১:০৪
সৌদি আরবের লিগে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আগামী মৌসুমে সৌদি প্রো লিগের শীর্ষ পর্যায়ের দল আল হিলালে দেখা যেতে পারে তাকে।
প্রভাবশালী সংবাদ মাধ্যম এএফপি দাবি করেছে, মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গেছে পিএসজি তারকা মেসির। রেকর্ড ৪০০ মিলিয়ন ডলার বেতনে তিনি মধ্যপ্রাচ্যের লিগে যোগ দিচ্ছে।
এর আগে সংবাদ মাধ্যম এল চিরুংগুইতো একই তথ্য দিয়েছিল। মেসির বার্সায় ফেরার গুঞ্জন থাকলে তিনি সৌদি সফরে গিয়ে কথা-বার্তা পাকা করে এসেছেন বলে জানিয়েছিল তারা।
তখন সংবাদ মাধ্যমটি দাবি করেছিল, শুধু মেসি নয় সৌদি আরবের ক্লাবে তার সঙ্গে যোগ দিচ্ছেন তার সাবেক সতীর্থ অর্থাৎ বার্সেলোনায় খেলা মিডফিল্ডার সের্গিও বুসকেটস ও ডিফেন্ডার জর্ডি আলবা।
মৌসুম শেষে বুসকেটস ও আলবার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সার। বেতনে বেশি হওয়ার কারণে বার্সা কর্তৃপক্ষ তাদের চুক্তি নবায়ন করতে চায় না বলে খবর। ফ্রি এজেন্টে তাদের দু’জনেরই যুক্তরাষ্ট্রের লিগে খেলার সম্ভাবনার কথা জানা গিয়েছিল। এখন তাদের সৌদি লিগে যাওয়ার জোর গুঞ্জন।