ম্যাচটি ইত্তিহাদে বলেই চিন্তিত রিয়াল

ম্যানসিটির হ্যালান্ড (বাঁয়ে) ও রিয়াল মাদ্রিদের বেনজেমা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ মে ২০২৩ | ০৮:১৫
ঘরের মাঠ ইত্তিহাদে ম্যানচেস্টার সিটি খুবই ভয়ংকর। পরিসংখ্যানও সে কথা বলবে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ২৫ ম্যাচের একটিতেও হারেনি সিটিজেনরা। এমন হিসাব দেখে রিয়াল মাদ্রিদের চিন্তায় পড়ে যাওয়াটা স্বাভাবিক। কেননা, প্রথম লেগ ১-১ গোলে ড্রর পর আজ দ্বিতীয় লেগে পরীক্ষা দেওয়া লাগতে পারে লস ব্লাঙ্কোসদের।
শুধু দলগত নয়, ব্যক্তিগতভাবে ইত্তিহাদে সিটির আক্রমণভাগ থাকে দুর্বার। তাদের মূল গোলমেশিন আর্লিং হালান্ড তো নিজেদের মাঠে বলে-কয়ে গোল করেন। যদিও রিয়াল প্রথম লেগে তাঁকে মার্কিং করে দারুণভাবে আটকে দেয়। এখন দেখার অপেক্ষা, সিটির ইতিহাস আর হালান্ডের দাপট অন্তত তাদের মাঠে কমাতে পারে কিনা কার্লো আনচেলত্তির দল।
এখানেই শেষ নয়, সিটির সঙ্গে রিয়ালের অতীতও সুখের নয়। সেটা যদি সিটির মাঠে হয়, তাহলে আরও বিপদ। কেননা আগের চারটি অ্যাওয়ে ম্যাচে ম্যানসিটিকে নোয়াতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। ইত্তিহাদে চারবারের দু’বারই হার মানে রিয়াল আর দু’বার হয় ড্র।
রিয়ালের স্কোয়াডেও রয়েছে চোটের দাগ। যেটা নিয়েও চিন্তা করতে হচ্ছে কোচ আনচেলত্তিকে। মাঝমাঠের নতুন ইঞ্জিন কামাভিঙ্গা ছিটকে গেছেন। তাঁকে ছাড়াই আজ একাদশ সাজাতে হবে ইতালিয়ান বসকে। বাকি পজিশনগুলো ঠিক থাকতে পারে। এদিকে সিটি একই একাদশ নিয়ে শুরু করতে পারে। তবে গুন্ডোগানকে নিয়ে ফিসফিসানি হচ্ছে। তাকে নাকি শুরুর একাদশে রাখবেন না পেপ গার্দিওলা।
এদিকে প্রথম ম্যাচে হালান্ডকে বোতলবন্দি করে রাখায় কৌশল বদলাতে পারেন সিটির কোচ। যেমনটা তিনি ম্যাচের আগে বলেছেন, ‘এখন এটা প্লে-অফের মতো। আমরা রক্ষণে ভালো করেছি, আরও কিছু জায়গায়ও উন্নতি হয়েছে। তবে আক্রমণে ভিন্নতা দরকার। আলাবা আর রুডিগার আর্লিংয়ের অনেক কাছাকাছি ছিলেন। সেখানে আমাদের জায়গা বের করতে হবে। সে জন্য কিছু বিষয় নতুন করে চিন্তা করা লাগতে পারে।’
রিয়াল কোচও আশাবাদী। প্রথম লেগে সব ঠিক থাকলেও আক্রমণে আরেকটু ভিন্নতা খুঁজতে চাইছেন তিনি, ‘প্রথম লেগে বলের ওপর আমাদের নিয়ন্ত্রণটা ভালো ছিল। যখন সিটি বলের দখল হারায়, আমরা সেটা সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুগতে হয়েছে।